scorecardresearch
 
Advertisement
কলকাতা

PHOTOS : মমতার ভবানীপুরে চা বিক্রি করলেন মদন মিত্র, কেন ?

চা বিক্রেতা মদন মিত্র
  • 1/6

প্রচারের আলোয় থাকতে প্রায় দিনই নানা কর্মসূচি করে থাকেন মদন মিত্র। রবিবারের সকালেও তাঁকে দেখা গেল স্বভাবসিদ্ধ ভঙ্গিতে। এবার একেবারে চা-ওয়ালার ভূমিকায়। 

চা বিক্রেতা মদন মিত্র
  • 2/6

ঠিকই পড়ছেন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক চা বিক্রি করলেন। তাও আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরে। কেন চা বিক্রি করলেন মদন ? 

চা বিক্রেতা মদন মিত্র
  • 3/6

আসলে এই  চা বিক্রির নেপথ্যে রয়েছে মোদী সরকারের বিরোধিতা। মদন মিত্র জানান, ২০১৪ সালের লোকসভা ভোটের আগে বিদেশে থাকা কালো টাকা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন তৎকালীন BJP-র প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। বিরোধীদের দাবি, ক্ষমতায় এলে প্রত্যেক দেশবাসীর অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদি। কিন্তু তিনি সেই কথা রাখেননি। 
 

Advertisement
চা বিক্রেতা মদন মিত্র
  • 4/6

তারই প্রতিবাদে আজ চা বিক্রি করেন মদন মিত্র। জানান, মোদীকে খোঁচা দিয়ে বলেন, এক কাপ চায়ের দাম ১৫ লক্ষ টাকা। 

চা বিক্রেতা মদন মিত্র
  • 5/6

মদন মিত্রর বেশভূষাও ছিল দেখার মতো। কালো পাঞ্জাবি, কালো টুপি পরে অনুগামীদের সঙ্গে চা বেচলেন তিনি। কোনও কোনও অনুরাগীকে আবার চা খাইয়েও দিলেন নিজের হাতে। 

চা বিক্রেতা মদন মিত্র
  • 6/6

প্রসঙ্গত, মোদী সরকার বিরোধী নানা কর্মসূচিতে অংশ নেন মদন মিত্র। পেগাসাসকাণ্ড নিয়ে সম্প্রতি তিনি ঘোড়ার পিঠে চড়ে মিছিল করেন।

Advertisement