scorecardresearch
 
Advertisement
কলকাতা

Rain West Bengal : কলকাতায় রাতভর বৃষ্টি, জল থইথই জেলা; চলতি সপ্তাহেই বন্যা ? বড় আপডেট

আবহাওয়ার খবর
  • 1/9

বৃষ্টি থামার নাম নেই। বরং সোমবার রাতভর রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। ফলে শঙ্কিত নবান্ন। দক্ষিণবঙ্গে এতদিন পর্যন্ত বৃষ্টির ঘাটতি ছিল বলে জানিয়েছিল বলে দাবি করেছিল আবহাওয়া দফতর। 

আবহাওয়ার খবর
  • 2/9

তবে এখন এমন অবস্থা যে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে একাধিক জেলায়। তা নিয়ে সতর্ক রাজ্য প্রশাসন। ইতিমধ্যেই জেলার সংশ্লিষ্ট আধিকারি্কদের এই নিয়ে নির্দেশও দেওয়া হয়েছে সরকারের তরফে

আবহাওয়ার খবর
  • 3/9


নবান্ন সূত্রের খবর, গত কয়েকদিন ধরে বৃষ্টির ফলে ঝাড়খণ্ড লাগোয়া এলাকাগুলি প্লাবিত হতে পারে। এদিকে জলস্তর বাড়ার ফলে ডিভিসি থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে। 

Advertisement
আবহাওয়ার খবর
  • 4/9

তার জেরে পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, নদিয়া-সহ মোট সাত জেলাতে বন্যা হতে পারে। প্রশাসনিক সূত্রে খবর, এই বৃষ্টি বাড়লে ডিভিসির জলাধারগুলি থেকে আরও জল ছাড়া হতে পারে। তাতে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। 

আবহাওয়ার খবর
  • 5/9

আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত ২-৩ দিন পরিস্থিতি বদলানোর খুব একটা সম্ভাবনা নেই। কারণ, নিম্নচার এখনও ঝাড়খণ্ডের কাছে অবস্থান করছে। আর সেই নিম্নচাপ এখনই সরবে না। 

আবহাওয়ার খবর
  • 6/9


আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টি হতে পারে। 

আবহাওয়ার খবর
  • 7/9

অন্যদিকে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং ঝাড়গ্রাম জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই সব জেলাগুলিতে সতর্কবার্তাও জারি করা হয়েছে। 

Advertisement
আবহাওয়ার খবর
  • 8/9


আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এই বৃষ্টির কারণ শুধু নিম্নচাপ নয়। ঘূর্ণাবর্তও। এই দুইয়ের জোড়া ফলায় আপাতত বৃষ্টি চলবে। 

আবহাওয়ার খবর
  • 9/9


শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় অতিভারী বৃষ্টি হতে পারে। বেশ কয়েকটি জেলাতে জারি হয়েছে কমলা সতর্কতাও। 

Advertisement