আবহাওয়া নিয়ে বড় আপডেট। নবমীতে সকাল থেকে বৃষ্টি হচ্ছে একাধিক জেলায়। শহর ককাতাতেও। তবে আবহাওয়া নিয়ে আরও খারাপ খবর শোনাল আলিপুর হাওয়া অফিস। আজ ও কাল বৃষ্টি তো বটেই সঙ্গে ঘূর্ণিঝড়ের পূর্বাভাসও জারি হল।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবেই বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ ঘণ্টায় ১৩ কিলোমিটার বেগে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়েছে।
এখন তা দিঘা থেকে মাত্র ৫১০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে রয়েছে। তবে তা আজকের মধ্যেই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, এই ঘূর্ণিঝড়ের ফলে ঝোড়ো হাওয়া বইতে পারে দুই চব্বিশ পরগনা ও দুই মেদিনীপুরে। সেখানে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে এই ঝোড়ো হাওয়া বইবে।
আজ নবমী ও মঙ্গলবার দশমীতে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে কোথা্ও হাল্কা, কোথাও মাঝারি আবার কোথাও ভারী বৃষ্টি হবে।
সোমবার রাতভর দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতায় বৃষ্টি হতে পারে। একইসঙ্গে হতে পারে বজ্রপাতও।