সরস্বতীর পুজোর দিন দক্ষিণ বৃষ্টির সম্ভাবনা নেই। বাঙালির নিজস্ব 'প্রেম দিবসে' দক্ষিণবঙ্গে বাধা হবে না আবহাওয়া। তবে উত্তরবঙ্গে আনন্দ পণ্ড করে দেবে বৃষ্টি।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ সকাল থেকে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টি হয়েছে। কোথাও হালকা, কোথাও মাঝারি বৃষ্টিপাত।
এ দিন সকাল সাড়ে ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত রাজ্যে সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে দিঘায়। বৃষ্টি পড়েছে ২৭ মিলিমিটার। তার পর যুগ্মভাবে দ্বিতীয় কলকাতা ও দমদম। ২৩ মিলিমিটার করে বৃষ্টিপাত হয়েছে।
তবে নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূম - এই তিন জেলায় শনিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মোটের উপর বৃষ্টি আনন্দ মাটি করবে না।
উত্তরবঙ্গে বৃষ্টিদেবী সহৃদয় হননি। শনিবারেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি- এই পাঁচ জেলায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হবে। বাকি জেলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।