
ঠান্ডা ফিরছে রাজ্যে। পশ্চিমী ঝঞ্ঝা কাটিয়েই সে ফিরছে বলে জানাল আবহাওয়া দফতর। এদিকে, শনিবারও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

শনিবার দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা দু-এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস।

আগামিকাল, রবিবার থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। তার পর চার দিন বৃষ্টি-বাদলের পূর্বাভাস নেই।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে বৃষ্টিপাত হয়েছে ০.৫ মিলিমিটার।

কলকাতার তাপমাত্রা সর্বোচ্চ ও সর্বনিম্ন ২৩ ও ১৫ সেলসিয়াসের আশেপাশে থাকবে। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ২০.৯। স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি কম।

কলকাতায় কুয়াশা থাকবে। আকাশ আংশিক মেঘাচ্ছন্ন।

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব এখনও রয়েছে। আগামিকাল, রবিবার থেকে কেটে যাবে।

আগামী তিন দিন দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ কমবে।

উত্তরবঙ্গেও রাতের তাপমাত্রা কমে যাবে ২ থেকে ৩ ডিগ্রি। ফলে শীত অনুভূত হবে রাজ্যে।