Weather Forecast: ক্রমশ শক্তি হারিয়েছে অশনি। এখন ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হতে চলেছে এটি। হাওয়া অফিস জানিয়েছে, এর জেরে আপাতত বাংলাতে তেমন কোনও প্রভাব পড়বে না।
ক্রমশ শক্তি হারিয়েছে অশনি। ঘূর্ণিঝড় থেকে অতি গভীর নিম্নচাপ হয়েছে। বৃহস্পতিবার আরও শক্তি হারিয়ে এটি সুস্পষ্ট নিম্নচাপ হয়ে অন্ধ্র প্রদেশ উপকূলে অবস্থান করছে।
ফলে এর জেরে পশ্চিমবঙ্গে কোন সর্তকতা নেই। তবে সমুদ্রের উপরে হাওয়ার গতিবেগ বেশি থাকবে। তাই আগামী ১৫ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হচ্ছে।
উত্তরবঙ্গের ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে এবং আগামী ৫ দিন উত্তরবঙ্গের উপরের সবকয়টি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার,কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলোর বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হাল্কা বৃষ্টিপাত হবে। এখন আকাশ মেঘলা থাকবে। আবার আকাশ পরিষ্কার হয়ে যাবে যেমনটা চলছে।
শুক্রবার থেকে এই বৃষ্টির পরিমাণ আরও কমবে। ২৪ ঘন্টা পর থেকে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে।