আবহাওয়ার বদল রাজ্যে। কালো মেঘে ঢাকল কলকাতা। জারি বৃষ্টির পূর্বভাস। বৃহস্পতিবার থেকেই রাজ্যে বৃষ্টি-ঝড়-জল। এমনই পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। গত দুইদিন কিছুটা হলেও বৃষ্টি থেমেছিল। তবে এবার ফের বর্ষণ শুরু হতে চলেছে।
বৃষ্টির সঙ্গে ঝড়, বজ্রপাতের সম্ভাবনাও জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি ও ঝড় হবে ? আসুন দেখে নিই।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দক্ষিণ ওড়িশা উপকূলে নিম্নচাপ শক্তি হারাচ্ছে। নিম্নচাপ ঘূর্ণাবর্ত হিসেবে অবস্থান করবে দক্ষিণ ওড়িশাতে। এটি ওড়িশার পর ছত্তিশগড় হয়ে উত্তরপ্রদেশের দিকে যাবে।
মৌসুমী অক্ষরেখা নিম্নচাপ এলাকায় অবস্থান করছে। এটি দক্ষিণ উড়িষ্যা থেকে সরে ক্রমশ দক্ষিণবঙ্গের উপর দিয়ে উত্তরবঙ্গের দিকে যাবে। ৭ তারিখ দক্ষিণবঙ্গে এবং আট তারিখ উত্তরবঙ্গের দিকে প্রবেশের সম্ভাবনা রয়েছে।
বজবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি ওয়াইড স্প্রেড হতে পারে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার। আবার শুক্রবারে ও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি।তবে শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। তাপমাত্রা বাড়বে।
এদিকে উত্তরবঙ্গে বৃহস্পতিবারের পর বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি হবে।
বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই। রবিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে, বাড়বে তাপমাত্রা।
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে এখনও ২৬ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে। শুধুমাত্র কলকাতাতেই বৃষ্টির ঘাটতি ২৮ শতাংশ।