গরমে হাঁসফাঁস করছে রাজ্যবাসী। এরই মধ্যে আবহাওয়া দফতরের বড় আপডেট। বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। এই খবরে খুশি রাজ্যের মানুষ। অস্বস্তি থেকে কিছুটা হলেও রেহাই মিলবে বলে মনে করা হচ্ছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, গরম বজায় থাকবে। দক্ষিণবঙ্গে তাপমাত্রা তাপমাত্রা ৪০ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে। কলকাতাতেও তাপমাত্রা বজায় থাকবে একইভাবে।
পশ্চিমের জেলাগুলিতে কিছুটা শুষ্ক আবহাওয়া থাকবে। তৈরি হবে লু পরিস্থিতি। সর্বোচ্চ তাপমাত্রা ক্রমাগত বাড়বে। দিনে শুধু নয়, রাতেও গুমোট গরম থাকবে।
এই শনিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গ ও পশ্চিমের জেলা যেমন, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং হুগলিতে। কলকাতাতেও একই পরিস্থিতি থাকবে।
তবে খুশির খবর হল, এত অস্বস্তির মধ্যেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনায়। মঙ্গলবারের পরেও তা হতে পারে।
আবার উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতেও বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে গরমের অস্বস্তি বজায় থাকবে।
তবে বর্ষা নিয়েও বড় আপডেট রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আন্দামানে আগাম বর্ষা এলেও দেশের মূল ভূখণ্ড অর্থাৎ কেরলে এখনও বর্ষা প্রবেশ করেনি।
তাই সেখানে বর্ষা না এলে বাংলাতেও বর্ষা প্রবেশ করতে দেরি করবে। তবে ঠিক কবে তা ঢুকবে এখনও জানেন না আবহাওয়াবিদরা। তা নিয়ে কপালে চিন্তার ভাঁজ রাজ্যবাসীর।
আলিপুর আবহাওযা দফতর জানিয়েছে, লাক্ষাদ্বীপের কাছে আটকে আছে বর্ষা। দক্ষিণ-পূর্ব আরব সাগরে ঘুর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হলে তবেই কেরলে ঢুকতে পারে বর্ষা।