scorecardresearch
 
Advertisement
কলকাতা

Weather West Bengal : রাজ্যে আবহাওয়ার বিরাট বদল, ১২ ডিগ্রির নিচে তাপমাত্রা; হবে তুষারপাতও ?

রাজ্যে আবহাওয়ার বিরাট বদল, ১২ ডিগ্রির নিচে তাপমাত্রা; হবে তুষারপাতও ?
  • 1/9

রাজ্যে আবহাওয়ার বড়সড় বদল হতে চলেছে। তার পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, জাঁকিয়ে ঠান্ডা পড়বে। সঙ্গে তুষারপাতও হবে বলে পূর্বাভাস। 

এবছর এখনও পর্যন্ত রাজ্যে ১৫ ডিগ্রির নিচে তাপমাত্রা নামেনি
  • 2/9

এবছর এখনও পর্যন্ত রাজ্যে ১৫ ডিগ্রির নিচে তাপমাত্রা নামেনি। তবে এবার সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ছুটির দিন শনি ও রবিবারই তাপমাত্রার বিরাট বদল হবে।

কলকাতার তাপমাত্রা হতে পারে ১৫ ডিগ্রিরও কম
  • 3/9

সেদিন কলকাতার তাপমাত্রা হতে পারে ১৫ ডিগ্রিরও কম। আবার জেলাগুলিতেও তাপমাত্রা  নামবে। তা হতে পারে ১২ ডিগ্রি সেলসিয়াসের কম। 

Advertisement
জাঁকিয়ে শীতের পরিস্থিতি রাজ্যজুড়ে তৈরি হচ্ছে
  • 4/9

আবহাওয়া দফতরের পূর্বাভাস, জাঁকিয়ে শীতের পরিস্থিতি রাজ্যজুড়ে তৈরি হচ্ছে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটা নিচে নামবে।

কেন আবহাওয়ার বদল ?
  • 5/9

কেন আবহাওয়ার বদল ? হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা সরে যেতেই উত্তুরে হাওয়া বইতে শুরু করবে। উত্তর-পশ্চিমের শীতল হাওয়া বৃহস্পতিবার থেকে বইবে। কলকাতা ও উপকূলের জেলাগুলিতে শুক্রবার থেকে উত্তুরে হওয়া বইতে শুরু করবে। 

কলকাতা ও তার আশপাশের জেলাগুলিতে তাপমাত্রা ১৫ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে
  • 6/9

কলকাতা ও তার আশপাশের জেলাগুলিতে তাপমাত্রা ১৫ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করলে ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা হু হু করে নামবে। আবহাওয়া বিশেষজ্ঞরা মনে করছেন, জেলাগুলিতে তাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রির নিচে।  

উত্তরবঙ্গে আবার হালকা বৃষ্টি হতে পারে
  • 7/9

তবে উত্তরবঙ্গে আবার হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিং ও কালিম্পং জেলায় এই বৃষ্টির সম্ভাবনা আছে। শনিবার তা হতা পারে। 

Advertisement
খুশির খবর পর্যটকদের জন্যও
  • 8/9

খুশির খবর পর্যটকদের জন্যও। উত্তরবঙ্গে জাঁকিয়ে ঠান্ডার পাশাপাশি  সিকিমে তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস। সঙ্গে বৃষ্টিও হবে।

 হালকা থেকে মাঝারি কুয়াশা সকালের দিকে দেখা যাবে
  • 9/9

কলকাতা ও আশপাশের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা সকালের দিকে দেখা যাবে। পরিষ্কার আকাশ থাকবে সারাদিন। দৃশ্যমানতায় আপাতত সমস্যা হবে না। 

Advertisement