দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়াতে ভারী বৃষ্টির আভাস দেওয়া হয়েছে। বাকি জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
মৌসুমী অক্ষরেখা ক্রমশ দক্ষিণবঙ্গে সরে এসেছে বঙ্গোপাসগর পর্যন্ত। এর জেরে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমছে। দক্ষিণবঙ্গে বাড়ছে।
দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছু হলেও কমবে। ফলে স্বস্তিতে সাধারণ মানুষ। শুক্রবার দিনভর চলে বিক্ষিপ্ত বৃষ্টি।