scorecardresearch
 
Advertisement
কলকাতা

ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখার জের! রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস

আগামী চার দিন
  • 1/6

আগামী চার দিন উত্তর এবং দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এমনটাই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

আগামী ২৪ তারিখ
  • 2/6

আগামী ২৪ তারিখ দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো পুরুলিয়া,পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এই কয়েকটা জেলায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ২৫ তারিখে দক্ষিণ দিকে জেলা দুই মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে হাল্কা থেকে ভারী বৃষ্টি হবে।

২৬ তারিখ বাংলাদেশ
  • 3/6

২৬ তারিখ বাংলাদেশ সংলগ্ন জেলা মুর্শিদাবাদ, নদিয়া ও দুই ২৪ পরগনার কয়েকটা জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং এর দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Advertisement
২৫ তারিখ দার্জিলিং
  • 4/6

২৫ তারিখ দার্জিলিং,কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে একটু বেশি বৃষ্টি হবে। কলকাতায় আগামী চার দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।

মৌসুমী অক্ষরেখার
  • 5/6

মৌসুমী অক্ষরেখার উত্তর-পশ্চিম ভারত থেকে শুরু করে ঝাড়খন্ড এবং দক্ষিণবঙ্গের উপর দিয়ে গিয়েছে। এর জেরেই বৃষ্টিপাত হবে।

এছাড়া বাংলাদেশের
  • 6/6

এছাড়া বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তরপ্রদেশের উপর। ২৬ তারিখ যেহেতু দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা একটু বেশি বৃষ্টি হবে জল স্তর খানিকটা হলেও বাড়তে পারে।
 

Advertisement