Advertisement
কলকাতা

ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখার জের! রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস

  • 1/6

আগামী চার দিন উত্তর এবং দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এমনটাই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

  • 2/6

আগামী ২৪ তারিখ দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো পুরুলিয়া,পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এই কয়েকটা জেলায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ২৫ তারিখে দক্ষিণ দিকে জেলা দুই মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে হাল্কা থেকে ভারী বৃষ্টি হবে।

  • 3/6

২৬ তারিখ বাংলাদেশ সংলগ্ন জেলা মুর্শিদাবাদ, নদিয়া ও দুই ২৪ পরগনার কয়েকটা জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং এর দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Advertisement
  • 4/6

২৫ তারিখ দার্জিলিং,কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে একটু বেশি বৃষ্টি হবে। কলকাতায় আগামী চার দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।

  • 5/6

মৌসুমী অক্ষরেখার উত্তর-পশ্চিম ভারত থেকে শুরু করে ঝাড়খন্ড এবং দক্ষিণবঙ্গের উপর দিয়ে গিয়েছে। এর জেরেই বৃষ্টিপাত হবে।

  • 6/6

এছাড়া বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তরপ্রদেশের উপর। ২৬ তারিখ যেহেতু দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা একটু বেশি বৃষ্টি হবে জল স্তর খানিকটা হলেও বাড়তে পারে।
 

Advertisement