দক্ষিণবঙ্গে কার্যত ভ্যাপসা গরমের পরিস্থিতি। মাঝে মাঝে হাল্কা বৃষ্টির দেখা মিলছে, কিন্তু গরমে কার্যত অস্বস্তিতে শহরবাসী। এখনও রাজ্যে ভারী বৃষ্টিপাতের তেমন কোনও সম্ভাবনাই নেই। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে চলবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। ১৬ তারিখের পরে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। তখন উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকছে। গরম বাড়ায় নাজেহাল সকলে। বিক্ষিপ্ত বৃষ্টি হলেও এখনও রেহাই মিলছে না গরম থেকে।
অনেক আগে মৌসুমি বায়ু রাজ্যে প্রবেশ করলেও, এখনও বর্ষার বৃষ্টি থেকে বঞ্চিত রাজ্যবাসী। সেক্ষেত্রে জানা যাচ্ছে, বারবার নিম্নচাপ অক্ষরেখা তৈরির জেরে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
কয়েকদিন আগেই প্রবল বৃষ্টিপাতে ভিজেছিল শহর কলকাতা। রেকর্ড পরিমাণে সেই বৃষ্টিতে কার্যত জলমগ্ন হয়ে গিয়েছিল কলকাতার গুরুত্বপূর্ণ এলাকাগুলি। তারপর থেকেই শহরে খুব একটা ভারী বৃষ্টিপাত হয়নি।