scorecardresearch
 
Advertisement
কলকাতা

Weather Update : দক্ষিণবঙ্গে ফের ঠান্ডার আমেজ, জাঁকিয়ে শীত কবে?

প্রতীকী ছবি
  • 1/7

থেমেছে বৃষ্টি, নামতে শুরু করেছে তারমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে আজ মঙ্গলবার শহর কলকাতা (Kolkata) ও সংলগ্ন এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ৬ ডিগ্রি কম।

প্রতীকী ছবি
  • 2/7

পাশাপাশি দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। 

প্রতীকী ছবি
  • 3/7

তবে কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা সোমবার সকালের চেয়ে কিছুটা নামলেও এদিন আকাশ মূলত মেঘলা থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। 

Advertisement
প্রতীকী ছবি
  • 4/7

আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকে আগামী কয়েক দিন উত্তর (North Bengal) ও দক্ষিণ (South Bengal), দুই বঙ্গেই আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। 

প্রতীকী ছবি
  • 5/7

আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকে আগামী কয়েক দিন উত্তর (North Bengal) ও দক্ষিণ (South Bengal), দুই বঙ্গেই আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। ফলে আজ থেকেই দক্ষিণবঙ্গে ফিরবে শীতের আমেজ। রাতের দিকে তাপমাত্রাও নামতে পারে ২-৩ ডিগ্রি।

প্রতীকী ছবি
  • 6/7

হাওয়া অফিস আরও জানাচ্ছে, তামিলনাড়ু উপকূলে যে নিম্নচাপ ছিল তার প্রভাব কমছে। এর ফলে এরফলে একদিকে যেমন উত্তর-পশ্চিম বায়ুর প্রভাব বাড়বে অন্যদিকে তেমনই কমবে জলীয় বাষ্পর প্রভাব। 

প্রতীকী ছবি
  • 7/7

গত ২-৩ দিন মেঘলা আবহওয়া থাকার জন্য দিনের তাপমাত্রা যেভাবে কমে গিয়েছিল, সেটা আবারও একটু বাড়বে। তবে জাঁকিয়ে শীত কবে তা অবশ্য এখনও স্পষ্ট করে বলেনি আবহাওয়া দফতর। 

Advertisement