Weather Update : ক্রমশ শক্তি বাড়িয়ে চলেছে বঙ্গোপসাগরের উপর সৃষ্ট ঘূর্ণাবর্ত অশনি। রবিবারই নিম্নচাপটি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। সোমবারের মধ্যে এটি পরিণত হবে সাইক্লোনে।
হাওয়া অফিসের মতে, ২০ তারিখ অর্থাৎ রবিবার এটি আন্দামানের দিকে আছড়ে পড়বে। ফলে সেখানে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে।
২১ তারিখ এটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে। তারপরে এর অভিমুখ থাকবে বাংলাদেশ এবং মায়ানমারের উপকূলবর্তী এলাকাগুলি।
তবে এই ঘূর্ণিঝড়ের জেরে বাংলার আবহাওয়ার কোনও পরিবর্তন হবে কিনা সেটা জানা যায়নি। তবে আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে।
পশ্চিমবঙ্গের আগামী কয়েকদিন আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তরবঙ্গের কিছু জেলায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।