Weather Update: আজ, শুক্রবার থেকে ফের ঘূর্ণাবর্তের পূর্বাভাস দিয়ে আবহাওয়া দফতর। আর যার জেরে রাজ্যের বেশ কিছু জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আলিপুর (Alipore) আবহাওয়া দফতর জানাচ্ছে, মায়ানমার উপকূলে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সেটা উত্তর-পশ্চিম দিক হয়ে ২৪ তারিখ মানে আজ, শুক্রবার পূর্ব-মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপাসাগরে (Bay of Bengal) একটি নিম্নচাপ সৃষ্টি করতে পারে।
তারপর নিম্নচাপটির উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ওড়িশা উপকূলে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে। আর ওড়িশা পশ্চিমবঙ্গের উপকূলবর্তী হওয়ায় ২৬ ও ২৭ সেপ্টেম্বর বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। তার মধ্যে ২৬ তারিখ পূর্ব মেদিনীপুরের (East Midnapore) দু-এক জায়গায় ভারী বর্ষণের সতর্কতা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
আর ২৭ তারিখ দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে হতে পারে ভারী বৃষ্টি। তবে বাকি জেলাগুলিতে বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি। অন্যদিকে নিম্নচাপের কারণে সমস্ত মৎস্যজীবীদের ২৫ তারিখ থেকে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।
আর যাঁরা ইতিমধ্যেই মাছ ধরতে গিয়েছেন তাঁদেরও ২৪ তারিখ মানে আজ সন্ধ্যের মধ্যে ফিরে আসার পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
কেমন থাকতে পারে কলকাতায় আবহাওয়া দেখে নেওয়া যাক। বৃহস্পতিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আর শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক।
গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ভাল বৃষ্টি হয়েছে। অতিভারী বৃষ্টির কমলা সর্তকতার পূর্বাভাস দেওয়া হয়েছিল দক্ষিণবঙ্গে। কলকাতা-সহ উপকূলের জেলায় ঝোড়ো হাওয়ার দাপট থাকার কথা বলা হয়েছিল। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা ছিল বেশ কিছু জেলায়।
আর এর জেরে সমস্যাও কম হয়নি। অনেক জায়গায় জল জমে গিয়েছে। অনেক জায়গায় এখনও জল নামেনি। বাইরের বাইরে বেরোতে পারছেন না অনেকে। কাজের জন্য বা অন্য কোনও দরকারে বাড়ির বাইরে বাড়ির বাইরে যেতে প্রবল সমস্যা হচ্ছে তাদের। জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজ্যে বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছে। এর মাঝে ফের বৃষ্টি হলে সমস্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।