scorecardresearch
 
Advertisement
কলকাতা

Weather Update : কালীপুজোয় শীতের পরশ, তাপমাত্রা স্বাভাবিকের থেকে নীচে নামতে পারে

Weather Update West Bengal and Kolkata on 30 October IMD predicts dry weather most likely waiting for winter abk শীত
  • 1/15

Weather Update: দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন কোন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পংয়ে রবিবারের পর হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

Weather Update West Bengal and Kolkata on 30 October IMD predicts dry weather most likely waiting for winter abk one
  • 2/15

এ ছাড়া উত্তরবঙ্গের বাদ বাকি জেলা শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গে দিন ও রাতের তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না। 

Weather Update West Bengal and Kolkata on 30 October IMD predicts dry weather most likely waiting for winter abk two
  • 3/15

কালীপুজো এবং দীপাবলির সময় কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের নীচে নামবে। বিশেষ করে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা কমতে শুরু করবে।

Advertisement
Weather Update West Bengal and Kolkata on 30 October IMD predicts dry weather most likely waiting for winter abk three
  • 4/15

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কয়েক দিন আবাহওয়া শুষ্ক প্রকৃতির থাকবে।

Weather Update West Bengal and Kolkata on 30 October IMD predicts dry weather most likely waiting for winter abk four
  • 5/15

মঙ্গলবারের পর থেকে সেখানে বদল আসতে পারে। রাতের তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন হবে না। ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম হতে পারে।

Weather Update West Bengal and Kolkata on 30 October IMD predicts dry weather most likely waiting for winter abk five six
  • 6/15

উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, মুর্শিদাবাদ, বীরভূম-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় আগামী কয়েকদিন শুষ্ক প্রকৃতির আবহাওয়া থাকার সম্ভাবনা।

Weather Update West Bengal and Kolkata on 30 October IMD predicts dry weather most likely waiting for winter abk six
  • 7/15

আজ কেমন থাকতে পারে কলকাতার আবহাওয়া, দেখে নিই। শুক্রবার মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।

Advertisement
Weather Update West Bengal and Kolkata on 30 October IMD predicts dry weather most likely waiting for winter abk seven
  • 8/15

শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।

Weather Update West Bengal and Kolkata on 30 October IMD predicts dry weather most likely waiting for winter abk eight
  • 9/15

আজ, শনিবার কলকাতার আকাশ মেঘলা থাকতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস। কাল, রবিবারও কলকাতার আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।

Weather Update West Bengal and Kolkata on 30 October IMD predicts dry weather most likely waiting for winter abk nine
  • 10/15

এবার দেখে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকতে পারে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, সেখানেও আবহাওয়া শুষ্ক প্রকৃতির থাকার কথা। 

Weather Update West Bengal and Kolkata on 30 October IMD predicts dry weather most likely waiting for winter abk ten
  • 11/15

এর আগে আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ৩১ তারিখের পর রাতের তাপমাত্রা একটু কমতে থাকবে।

Advertisement
Weather Update West Bengal and Kolkata on 30 October IMD predicts dry weather most likely waiting for winter abk eleven
  • 12/15

কলকাতার ক্ষেত্রেও পড়তে থাকবে। ৪-৫ তারিখ বেশি কমতে পারে।

Weather Update West Bengal and Kolkata on 30 October IMD predicts dry weather most likely waiting for winter abk twelve
  • 13/15

রাজ্যে শীত কবে আসবে, তা নিয়ে অপেক্ষায় সবাই। এই মুহূর্তে রাজ্য থেকে মৌসুমী বায়ু বিদায় নিয়েছে।

Weather Update West Bengal and Kolkata on 30 October IMD predicts dry weather most likely waiting for winter abk thirteen
  • 14/15

এ বছর বর্ষার ব্যাটিং একটি বেশিই লম্বা হয়েছে। সাধারণত যে সময় বর্ষা বিদায় নেয়, তার থেকে পর সেই পর্ব মিটেছে। পুজোর সময় তৈরি হয়েছিল বৃষ্টির আশঙ্কা। আর তা হয়েছেও।

Weather Update West Bengal and Kolkata on 30 October IMD predicts dry weather most likely waiting for winter abk fourteen
  • 15/15

দুর্গাপুজোর বিভিন্ন দিনে কলকাতা-সহ রাজ্যে বৃষ্টি হয়েছিল। তবে প্রবল বৃষ্টি হয়নি। ফলে বাঙালির প্রাণের উৎসব মাটি হয়ে যায়নি। আশঙ্কা ছিলই।

Advertisement