ঘূর্ণাবর্ত এবং মোসুমী অক্ষরেখার জেরে রাজ্যে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝধারি বৃষ্টিপাক হবে। ৯ আগস্টের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই মুহূর্তে ঘূর্ণাবর্ত দক্ষিণ-পূর্ব বাংলদেশ এবং সংলগ্ন এলাকায়। সরে যাওয়ার ফলে দক্ষিণ বঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আগামী ৩-৪ দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে স্থানীয় ভাবে মেঘ তৈরী হয়ে বৃষ্টি হবে। মৌসুমী অক্ষরেখা উত্তর বঙ্গে এর দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর ফলে উত্তর বঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ১০ আগস্ট থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।
মৌসুমী অক্ষরেখা রয়েছে পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর। শুক্রবার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। ৯ তারিখ থেকে উত্তরে বৃষ্টি বাড়বে। ১০ তারিখ থেকে ১৪ তারিখের মধ্য়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌসুমী অক্ষরেখা ওপরে যাওয়ার একটা প্রবণতা রয়েছে।
কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আকাশ থাকবে মেঘলা। সকালের দিকে দেখা গিয়েছে দমদমে ভারী বৃষ্টি হয়েছে। আলিপুরে যদি বলি তবে হয়নি।
গত বুধবার রাত থেকে শুরু হয়েছিল বৃষ্টি। বৃহস্পতিবার সারাদিন বৃষ্টি হয়েছে। কখনও প্রবল, কখন টিপটিপ করে। আর এ কারণে কলকাতার বিভিন্ন জায়গায় জল জমে যায়। এর ফলে প্রবল সমস্যা পড়েন মানুষ। গাড়ি চলাচলে নাজেহাল হতে হয় তাদের। যানবাহনের গতিবেগ ধীর গতির হয়ে যায়। জল জমে যাওয়ার ফলে মানুষের মনে ক্ষোভ তৈরি হয়েছে। তারা কলকাতা পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।
বৃষ্টির জেরে প্রবল সমস্য়া তৈরি হয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। জনজীবন বিপর্যস্ত হয়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় জল জমে যায়। আর দুর্ভোগে পড়েন মানুষ। বাড়িতে, রাস্তায় জল জমে যায়। ফলে নাকাল হতে হয় তাঁদের। অনেক জায়গায় দুর্ঘটনাও ঘটেছে। ঘটনা হল, এখনও রাজ্যের অনেক জায়গায় জল জমে রয়েছে।