Weather Update: তীব্র ভ্যাপসা গরম থেকে কিছুটা হলেও মিলেছে মুক্তি। মঙ্গলবার রাতে কলকাতা সহ দক্ষিণবঙ্গে হয় ব্যাপক ঝড়বৃষ্টি। ফলে স্বস্তি ফেরে দক্ষিণবঙ্গে।
বিগত কয়েকদিনে ভ্যাপসা গরমে ক্রমশ নাজেহাল অবস্থা হয়েছিল দক্ষিণবঙ্গে। তবে বৃষ্টির জেরে আপাতত মিলেছে স্বস্তি।
তবে সময় পেরিয়ে গেলেও এখন মৌসুমি বায়ু প্রবেশ করেনি দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস সূত্রে খবর দক্ষিণবঙ্গের কিছু অংশে মৌসুমি বায়ু প্রবেশ করেছে।
কিন্তু সেই মৌসুমি বায়ু খুবই দুর্বল। দক্ষিণবঙ্গে আপাতত কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এখনই নেই। বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হবে।
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের আরও কিছু অংশে প্রবেশ করবে বর্ষা। তার জেরেও কিছু এলাকায় হতে পারে বৃষ্টিপাত।
শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।