
সরস্বতী পুজোর দিন রাজ্যবাসীকে বৃষ্টিতে ভিজতে হয়েছে। ফলে আনন্দ অনেকটাই মাটি হয়েছে বাঙালির। তবে এখানেই বিরাম নেই। রাজ্যে ফের নতুন করে বৃষ্টির ভ্রুকুটি। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৯ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া থাকবে। তবে ১০ তারিখ থেকে আবারও বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে।

আবার রাতের রাতের তাপমাত্রা আগামী ৩ দিনে বাড়বে। ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি এই দু একদিন না হলেও উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে আগামী তিন থেকে চার দিন হালকা বৃষ্টি হবে।

উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হবে। মালদা ও ২ দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও রাতের তাপমাত্রা বাড়বে

উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় ঘন কুয়াশা থাকবে। বিশেষ করে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, এই বৃষ্টিপাতের কারণ আগামীকাল একটি পশ্চিমী ঝঞ্জা প্রবেশ করতে চলেছে রাজ্যে। সেজন্যই বৃষ্টির সম্ভাবনা।

আবার এই পশ্চিমী ঝঞ্জার কারণে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও পশ্চিমবঙ্গের গাঙ্গেয় উপত্যকাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

একাধিক জায়গায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। কোন কোনও জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসও দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।