Weather Update: শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিসের মতে ৩০-৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে।
বিগত কয়েকদিন ধরেই রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে। কিন্তু ভ্যাপসা গরমে ক্রমেই নাজেহাল সাধারণ মানুষ।
উত্তরবঙ্গে প্রাক-মৌসুমি বায়ু ইতিমধ্যে প্রবেশ করেছে। তার জেরে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে।
উত্তরবঙ্গের প্রতিটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৬ তারিখ পর্যন্ত চলবে এই বৃষ্টিপাত।
দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের এখনও দেরি রয়েছে। কিন্তু বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরমে অস্বস্তি বাড়ছে।