scorecardresearch
 
Advertisement
কলকাতা

Weather West Bengal : গরমে ঘামবে রাজ্য, তার মধ্য়েই হবে বৃষ্টিও; জারি পূর্বাভাস

রাজ্যে পড়ছে ভ্যাপসা গরম, তার মধ্য়েই বৃষ্টি; জারি পূর্বাভাস
  • 1/10

তাপমাত্রার খামখেয়ালিপনা চলছেই। বেলার দিকে গরম আর সন্ধের পর থেকে হাল্কা শীত অনুভূত হচ্ছে। এরই মধ্যে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর।

রাজ্যে পড়ছে ভ্যাপসা গরম, তার মধ্য়েই বৃষ্টি; জারি পূর্বাভাস
  • 2/10

রাজ্যে গরম পড়বে। আর তা ভালোরকম। তারমধ্যে হবে বৃষ্টিও। জানিয়ে দিল হাওয়া অফিস। পঞ্চিমী ঝঞ্ঝার জেরে এই বৃষ্টি হবে। 

রাজ্যে পড়ছে ভ্যাপসা গরম, তার মধ্য়েই বৃষ্টি; জারি পূর্বাভাস
  • 3/10

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, গত ১৪ ঘণ্টায় রাতের তাপমাত্রাতে তেমন কোনও পরিবর্তন দেখা দেয়নি। আগামী ২৪ ঘণ্টাতেও একই রকম আবহাওয়া থাকবে। 

Advertisement
রাজ্যে পড়ছে ভ্যাপসা গরম, তার মধ্য়েই বৃষ্টি; জারি পূর্বাভাস
  • 4/10

তবে তাপমাত্রা কমবে ১০ ফেব্রুয়ারি থেকে। তবে তা স্থায়ি হবে না। কারণ, ১১ ও ১২ ফেব্রুয়ারি থেকে তাপমাত্রা ফের বাড়বে।

রাজ্যে পড়ছে ভ্যাপসা গরম, তার মধ্য়েই বৃষ্টি; জারি পূর্বাভাস
  • 5/10

১৩ তারিখ থেকে তাপনমাত্রা নামবে ১৪ তারিখেও তামপাম্তার কমবে। ১৫ তারিখ থেকে বাড়বে।  

রাজ্যে পড়ছে ভ্যাপসা গরম, তার মধ্য়েই বৃষ্টি; জারি পূর্বাভাস
  • 6/10

হাওয়া অফিস জানিয়েছে, ১২ তারিখ গরম বেশি থাকবে। ভালোরকম গরম অনুভূত হবে। তবে ১৩ থেকে ১৫ তারিখের মধ্যে তাপমাত্রা কমবে। 

রাজ্যে পড়ছে ভ্যাপসা গরম, তার মধ্য়েই বৃষ্টি; জারি পূর্বাভাস
  • 7/10

তারপর থেকে তাপমাত্রার পারদ চড়তে শুরু করবে। তবে তা কতদিন স্থায়ী থাকবে তা এখনও জানানো হয়নি আলিপুর আবহাওয়া দফতরের তরফে। 

Advertisement
রাজ্যে পড়ছে ভ্যাপসা গরম, তার মধ্য়েই বৃষ্টি; জারি পূর্বাভাস
  • 8/10

উত্তরবঙ্গে আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন হবে না। যেমন ছিল তেমনই থাকবে আগামী কয়েকদিন। 

রাজ্যে পড়ছে ভ্যাপসা গরম, তার মধ্য়েই বৃষ্টি; জারি পূর্বাভাস
  • 9/10

কিন্তু, স্বস্তির খবর হল উত্তরবঙ্গের তিন জেলা দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে বৃষ্টি হবে। তবে ভারী নয়, হাল্কা। 

রাজ্যে পড়ছে ভ্যাপসা গরম, তার মধ্য়েই বৃষ্টি; জারি পূর্বাভাস
  • 10/10

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে পঞ্চিমী ঝঞ্ঝা উত্তরবঙ্গের উপর দিয়ে বইবে। সেই কারণেই বৃষ্টি হবে।

Advertisement