
এখনই তাপমাত্রা বিরাট কিছু বাড়ার সম্ভাবনা নেই বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশের উপরে ঘূর্ণাবর্ত রয়েছে। তাই তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়েছে।

আদ্রতার পরিমাণ বেশি রয়েছে। যার কারণে অস্বস্তিও রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচদিন রাজ্যের সব জেলাতেই প্রায় শুষ্ক আবহাওয়া থাকবে। ফেব্রুয়ারি মাসে তাপমাত্রা আর বাড়ার কোনও সম্ভাবনা নেই।

কলকাতার ক্ষেত্রে দিনের তাপমাত্রা ৩২ ডিগ্রি থেকে ৩৩ ডিগ্রির মধ্যে থাকবে।

আর রাতের তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি-২৪ ডিগ্রির মধ্যে।

মার্চ মাস থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকছে। মার্চে কলকাতার তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছুঁতে পারে।

মার্চ মাস থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকছে। মার্চে কলকাতার তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছুঁতে পারে।

আগামী পাঁচদিন কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে আরও কিছুদিন।