এবার প্রায় হাড় কাঁপানো ঠান্ডা পড়বে। আর তা ফেব্রুয়ারির শুরু থেকেই। এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।
জানুয়ারির মাঝামাঝি শীত কার্যত বিদায় নিয়েছিল। শীতবিলাসীরা তাতে খুশি হননি। তবে এবার তাঁদের জন্য সুখবর। কারণ, নতুন স্পেল শুরু করতে চলছে শীত। আলিপুর আবহাওয়া দফতর আরও জানিয়েছে, এবার শীতের স্পেল বেশ কয়েকদিন স্থায়ী হবে। দক্ষিণবঙ্গ ও কলকাতায় তাপমাত্রা কমবে। বইবে শৈত্যপ্রবাহ। হু হু করে শীত বাড়বে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে মঙ্গলবার আংশিক মেঘলা আকাশ থাকবে। দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে। সকালে হালকা কুয়াশা উপকূলের জেলাগুলিতে।
বুধবারের মধ্যে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ৪-৫ দিন শুষ্ক আবহাওয়া থাকবে। তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে ফের পারা পতন। কলকাতায় ১৫ ডিগ্রির কাছাকাছি ও জেলার ক্ষেত্রে ১২ ডিগ্রির কাছাকাছি পারদ নামতে পারে।
আর পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব দিকে সরে যেতেই হুহু করে উত্তুরে হাওয়া বইবে। বৃহস্পতিবার থেকে শীতের আরও একটি স্পেল শুরু হবে বাংলায়।
অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ৪ থেকে ৫ দিন শুষ্ক আবহাওয়া থাকবে। তাপমাত্রা প্রায় একই রকম থাকবে।