scorecardresearch
 
Advertisement
কলকাতা

Weather West Bengal : রাজ্যে আবহাওয়ার বিরাট পরির্তন, ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি বৃষ্টি ? পূর্বাভাস

ডিসেম্বরের শেষ। অথচ শীতের আমেজ উধাও
  • 1/11

ডিসেম্বরের শেষ। অথচ শীতের আমেজ উধাও। মাঝে মাঝে তো ফ্যানও চালাতে হচ্ছে। আবহাওয়া নিয়ে বেশ বিরক্ত রাজ্যবাসী। তবে এরইমধ্যে আশার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। 

বুধবার থেকে আবহাওয়ার বড়সড় পরিবর্তন হবে রাজ্যে
  • 2/11

তাদের তরফে জানানো হয়েছে, বুধবার থেকে আবহাওয়ার বড়সড় পরিবর্তন হবে রাজ্যে। ফের শীতে কাঁপবে বঙ্গ। এমনকী হতে পারে বৃষ্টিও। 

আজ ৫০ বছরে রেকর্ড তাপমাত্রা
  • 3/11

মঙ্গলবার আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আজ ৫০ বছরে রেকর্ড তাপমাত্রা। উষ্ণ ডিসেম্বর এত উষ্ণ তাপমাত্রা কলকাতায় গত ৫০ বছরে হয়নি। এর আগে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০০৪ সালে। 

Advertisement
ডিসেম্বরে ১৫ থেকে ৩১ তারিখের মধ্যে গত ৫০ বছরে এমন উষ্ণতম দিন দেখেনি কলকাতা
  • 4/11

শুধু তাই নয়, ডিসেম্বরে ১৫ থেকে ৩১ তারিখের মধ্যে গত ৫০ বছরে এমন উষ্ণতম দিন দেখেনি কলকাতা। 

বর্ষশেষ ও বর্ষবরণের সময় আবহাওয়ার পরিবর্তন হবে
  • 5/11

তবে বর্ষশেষ ও বর্ষবরণের সময় আবহাওয়ার পরিবর্তন হবে বলে খবর। কমবে তাপমাত্রা। 

বুধবার থেকে রাজ্যে হাওয়া বদল হবে
  • 6/11

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার থেকে রাজ্যে হাওয়া বদল হবে।  বিকেল থেকেই উত্তুরে হাওয়া প্রভাব বিস্তার করবে। 

ধীরে ধীরে কমবে তাপমাত্রা
  • 7/11

তার জেরে ধীরে ধীরে কমবে তাপমাত্রা। বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে দ্রুত পারা পতনের সম্ভাবনা। 

Advertisement
কলকাতায় ১৫ ডিগ্রির নিচেও নামতে পারে তাপমাত্রা
  • 8/11

কলকাতায় ১৫ ডিগ্রির নিচেও নামতে পারে তাপমাত্রা। জেলাগুলিতে আরও কমবে। বিশেষ করে দক্ষিণবঙ্গে। 

৩০ তারিখ থেকে ১ তারিখ পর্যন্ত ফের তাপমাত্রা বাড়তে পারে
  • 9/11

হাওয়া অফিসের পূর্বাভাস, ৩০ তারিখ থেকে ১ তারিখ পর্যন্ত ফের তাপমাত্রা বাড়তে পারে। অর্থাৎ বর্ষশেষ ও বর্ষবরণের দিন শীতের আমেজ সেভাবে হয়তো পাবে না রাজ্যবাসী। 

১ ডিসেম্বর ও ১ জানুয়ারি রাজ্যে বৃষ্টির পূর্বভাস রয়েছে
  • 10/11

তবে ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি রাজ্যে বৃষ্টির পূর্বভাস রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেমন কোনও সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গের একাধিক জেলায় সামান্য বৃষ্টি হতে পারে।  

দার্জিলিংয়ে ইতিমধ্যেই তুষারপাত হয়েছে
  • 11/11

প্রসঙ্গত, দার্জিলিংয়ে ইতিমধ্যেই তুষারপাত হয়েছে। যা নিয়ে বেশ খুশি পর্যটকরা। সেখানে ফের তুষারপাত হতে পারে। 

Advertisement