scorecardresearch
 
Advertisement
কলকাতা

West Bengal Weather Winter Update: বঙ্গোপসাগরে আবারও ঘূর্ণাবর্ত, শীতের পথে কাঁটা?

Weather Update
  • 1/10

বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। তার প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গেও। ফলে শীতেও ঘূর্ণাবর্ত থেকে রেহাই মিলছে না।

Weather Update
  • 2/10

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, ঘূর্ণাবর্ত থেকে তৈরি হতে পারে শক্তিশালী নিম্নচাপ। সেক্ষেত্রে তার প্রভাব পড়বে এ রাজ্যের তাপমাত্রায়।

Weather Update
  • 3/10

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৫ দিন বাংলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে। 
 

Advertisement
Weather Update
  • 4/10

জানা গিয়েছে,দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। যা ক্রমশ শক্তি সঞ্চয় করে পরিণত হবে নিম্নচাপে। 
 

Weather Update
  • 5/10

শ্রীলঙ্কা উপকূলের কাছে পৌঁছে শক্তি বাড়াবে নিম্নচাপ। এর ফলে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

Weather Update
  • 6/10

হাওয়া অফিস জানিয়েছে, তামিলনাড়ু এবং পুদুচেরী উপকূলের মধ্যে দিয়ে স্থলভাগে প্রবেশ করবে এই নিম্নচাপ।তবে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের কোনও সম্ভাবনা নেই। 

Weather Update
  • 7/10

আপাতত নিম্নচাপের তেমন প্রভাব বাংলায় পড়বে না। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। তবে এই নিম্নচাপ শক্তিশালী হলে তাপমাত্রার কিছুটা বদল হতে পারে।

Advertisement
Weather Update
  • 8/10

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের আকাশ আগামী পাঁচ দিন শুষ্কই থাকবে। সোমবার দার্জিলিঙে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে। 

Weather Update
  • 9/10

সকাল ও রাতে শীতের আমেজ পাওয়া যাচ্ছে কলকাতায়। আর জেলায় জেলায় রীতিমতো ঠান্ডা পড়ে গিয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণাবর্তের জেরে এই তাপমাত্রায় পরিবর্তন হতে পারে।

Weather Update
  • 10/10


সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২১ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস। ১২ নভেম্বর থেকে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Advertisement