scorecardresearch
 
Advertisement
কলকাতা

Dilip Ghosh : আগে পুরভোট চেয়েছিলাম, তবে ভবানীপুরের জন্যও প্রস্তুত : দিলীপ

দিলীপ ঘোষ
  • 1/6

ভবানীপুর-সহ রাজ্যের মোট ৩ কেন্দ্রে আগামী ৩০ সেপ্টেম্বর নির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আর সেই নির্বাচনের ঘোষণা নিয়ে কিছুটা হলেও অসন্তুষ্ট BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। 

দিলীপ ঘোষ
  • 2/6

তিনি জানালেন, আগে পুরসভার ভোট চেয়েছিল দল। তারপর উপনির্বাচন। কিন্তু, আগে উপ নির্বাচন ঘোষণা করে দেওয়া হল।  

দিলীপ ঘোষ
  • 3/6

সিউড়িতে দিলীপ ঘোষ বলেন, 'উপনির্বাচন আমরা চাইনি, এটা নয়। আমরা বলেছিলাম অনুকূল পরিস্থিতি নয়। আমরা চেয়েছিলাম আগে পৌরসভা ভোট তারপর হোক বিধানসভা উপনির্বাচন। 

Advertisement
দিলীপ ঘোষ
  • 4/6

কিন্তু, নির্বাচনের দিন ঘোষণা হয়েছে। আমরা লড়তে প্রস্তুত। আমরা চাই বিধানসভা উপনির্বাচন হোক শান্তিপূর্ণভাবে।  রাজ্য নির্বাচন কমিশন ঘোষণা করুক। যেটা ঘোষণা হয়েছে, সেটা মেনে ভোট হবে। আমরাও সেই মোতাবেক এগিয়ে যাব।' 

দিলীপ ঘোষ
  • 5/6

আগামী ৩০ সেপ্টেম্বর সেখানে ভোটগ্রহণ হবে। তবে বাকি যে কেন্দ্রগুলিতে উপ-নির্বাচন হওয়ার কথা, সেখানে এখনও ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেনি কমিশন। শুধুমাত্র সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে ভোট হবে। 

দিলীপ ঘোষ
  • 6/6

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, কোনও Non Mla মুখ্যমন্ত্রী হলে তাঁকে ৬ মাসের মধ্যে জিতে আসতে হয়। না হলে তাঁর বিধায়ক পদ খারিজ হয়ে যায়। নন্দীগ্রাম কেন্দ্রে হারলেও ৫ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মমতা। সাংবিধানিক নিয়ম মেনে ৫ নভেম্বরের মধ্যে তাঁকে বিধায়ক হয়ে আসতে হবে। এদিকে ভবানীপুরের সঙ্গেই সামসেরগঞ্জ ও জঙ্গিপুরে ওই ৩০ সেপ্টেম্বর ভোটগ্রহণ হবে। ওই দুই জায়গায় নির্বাচনী প্রচারে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জন্য তিনি উত্তরবঙ্গ সফরও পিছিয়ে দিয়েছেন। 
 

Advertisement