Advertisement
কলকাতা

Kolkata Chhath Puja : ছটপুজোয় বন্ধ থাকছে রবীন্দ্র সরোবর, কলকাতার কোন কোন ঘাটে পুজো? PHOTOS

ছটপুজোয় বন্ধ থাকছে রবীন্দ্র সরোবর, কলকাতার কোন কোন ঘাটে পুজো?
  • 1/9

২৭ অক্টোবর ২০২৫, সোমবার ছটপুজো। বিহারে আড়ম্বরের সঙ্গে এই পুজো পালিত হয়। যদিও বর্তমান সময়ে অন্যান্য স্থানেও এই পুজো করা হয়ে থাকে। 
 

ছটপুজোয় বন্ধ থাকছে রবীন্দ্র সরোবর, কলকাতার কোন কোন ঘাটে পুজো?
  • 2/9

পশ্চিমবঙ্গেও মহা সমারোহে ছটপুজো হয়ে থাকে। হাজার হাজার মানুষ এই পুজোয় অংশ নেন। গঙ্গার ঘাটগুলোতে পুজোর জন্য যাবেন ভক্তরা। 
 

ছটপুজোয় বন্ধ থাকছে রবীন্দ্র সরোবর, কলকাতার কোন কোন ঘাটে পুজো?
  • 3/9

তবে জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে এবছর রবীন্দ্র সরোবরে ছটপুজো করা যাবে না। সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ করেছে কেএমডিএ। যাতে দূষণ না ছড়ায় সেজন্য রবীন্দ্র সরোবর ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছেষ 
 

Advertisement
ছটপুজোয় বন্ধ থাকছে রবীন্দ্র সরোবর, কলকাতার কোন কোন ঘাটে পুজো?
  • 4/9

রবিবার সকাল ১০ টা থেকে রবীন্দ্র সরোবরের ঘাট বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধে সাতটা পর্যন্ত সরোবর পুরোপুরি বন্ধ রাখা হবে। 
 

ছটপুজোয় বন্ধ থাকছে রবীন্দ্র সরোবর, কলকাতার কোন কোন ঘাটে পুজো?
  • 5/9

রবীন্দ্র সরোবরের ভিতর কেউ যাতে জোর করে প্রবেশ করতে না পারে সেজন্যও বাইরে পুলিশ মোতায়েন থাকবে। অপ্রীতিকর ঘটনা কমাতে বাড়ানো হয়েছে নিরাপত্তাও। 
 

ছটপুজোয় বন্ধ থাকছে রবীন্দ্র সরোবর, কলকাতার কোন কোন ঘাটে পুজো?
  • 6/9

তবে উত্তর কলকাতার একাধিক গঙ্গার ঘাটে ছটপুজোর প্রস্ততি শুরু হয়েছে। বড়বাজার থেকে বাগবাজার পর্যন্ত গঙ্গার কয়েকটি ঘাটে পুজোর ব্যবস্থা করেছে প্রশাসন। 
 

ছটপুজোয় বন্ধ থাকছে রবীন্দ্র সরোবর, কলকাতার কোন কোন ঘাটে পুজো?
  • 7/9

দক্ষিণ কলকাতার মানুষদের জন্য নোনাডাঙা, পাটুলি এবং ইএম বাইপাসের কাছে অবস্থিত কয়েকটি জলাশয়কে চিহ্নিত করা হয়েছে। 
 

Advertisement
ছটপুজোয় বন্ধ থাকছে রবীন্দ্র সরোবর, কলকাতার কোন কোন ঘাটে পুজো?
  • 8/9

সোমবারই বাউড়িয়া লঞ্চঘাট, বাউড়িয়া রানাঘাট, চেঙ্গাইলের নেপালিঘাট, ফুলেশ্বরের কালসাপাঘাট ও বিবিরচড়া ঘাট, উলুবেড়িয়া কালীবাড়ি ঘাট-সহ বিভিন্ন ঘাটে ছটপুজো উপলক্ষে হাজার হাজার পুণ্যার্থী অংশ নেন। 
 

ছটপুজোয় বন্ধ থাকছে রবীন্দ্র সরোবর, কলকাতার কোন কোন ঘাটে পুজো?
  • 9/9

প্রশাসনের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনা এড়াতে থাকবে স্পিড বোট ও ডুবুরি থাকবে। ঘাটে ঘাটে পুলিশও মোতায়েন করা হয়েছে। 
 

Advertisement