scorecardresearch
 
Advertisement
কলকাতা

Bengal Winter Forecast 2022 : একলাফে অনেকটা পারদ পতন, আজ তাপমাত্রা কত?

প্রতীকী ছবি
  • 1/8

দক্ষিণবঙ্গে (South Bengal) আপাতত ৪ থেকে ৫ দিন থাকবে শুষ্ক ও পরিচ্ছন্ন আবহাওয়া। বঙ্গোপসাগর (Bay Of Bengal) থেকে আসা জলীয়বাষ্পপূর্ণ বাতাসের পরিমান বেড়ে যাওয়ায় এবং উত্তর পশ্চিমী শীতল বায়ু দুর্বল পড়ার কারণে কয়েকদিন ধরে বেড়ে যায় তাপমাত্রা।

প্রতীকী ছবি
  • 2/8

তবে ফের কমল তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office) পূর্বাভাসকে বাস্তবায়িত করে আজ এক ধাক্কায় অনেকটাই পারদ পতন।

প্রতীকী ছবি
  • 3/8

আজ কলকাতা (Kolkata) ও সংলগ্ন এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্র ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি।  

Advertisement
প্রতীকী ছবি
  • 4/8

এক ধাক্কায় এতোটা পারদ পতনের জেরে ফের মুখে হাসি শীত প্রেমীদের। 

প্রতীকী ছবি
  • 5/8

তবে বর্ষশেষ অর্থাৎ ৩১ ডিসেম্বরের পর ফের তাপমাত্রা সাময়িকভাবে ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। 

প্রতীকী ছবি
  • 6/8

অন্যদিকে তাপমাত্রা কমার পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও (North Bengal)। 

আরও পড়ুন - 'বড় ময়লা জমেছে মনে'? ৫ উপায়ে মিলবে মানসিক শান্তি

প্রতীকী ছবি
  • 7/8

সেক্ষেত্রে উত্তরবঙ্গে দুদিনের মধ্যে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমবে। আবার ৩১ তারিখ সামান্য বাড়তে পারে।

Advertisement
প্রতীকী ছবি
  • 8/8

এছাড়া, উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলায় ২-১টি জায়গায় হালকা বৃষ্টিও হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। 

Advertisement