Advertisement
কলকাতা

Bengal Weather Forecast: রবিবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?

  • 1/9

এ বছরে বর্ষা আসার আগে উত্তরবঙ্গ ভাসছে বর্ষার জলে। অন্যদিকে, দক্ষিণে বৃষ্টি দেখা নেই। ভরা শ্রাবণেও শুষ্ক দক্ষিণবঙ্গের জেলাগুলি। আবহাওয়া দফতরও জানিয়েছে, বৃষ্টির ঘাটতি রয়েছে। অগাস্টের শুরুতেই এবার বৃষ্টিপাতের পূর্বাভাস দিল হাওয়া অফিস।     

  • 2/9

আবহাওয়া দফতর জানিয়েছে,একটি মৌসুমী অক্ষরেখা গোরক্ষপুর থেকে বালুরঘাট হয়ে চলে গিয়েছে। তাই দক্ষিণবঙ্গে বৃষ্টি কম হচ্ছে। তবে এবার বৃষ্টির পরিমাণ বাড়বে। কেন? 

  • 3/9

আগামিকাল, রবিবার মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। কলকাতা, আসানসোল হয়ে বঙ্গোপসাগরের উপর দিয়ে যাবে। এর ফলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। 

Advertisement
  • 4/9

রবি ও সোমবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বাড়বে বৃষ্টির পরিমাণ। বিশেষ করে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং নদিয়াতে ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। 

  • 5/9

কলকাতাতে শনিবার বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা। রবি ও সোমবার বৃষ্টির পরিমাণ বাড়বে।

  • 6/9

উত্তরবঙ্গে শনিবার থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হতে পারে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুরে। 

  • 7/9

বৃষ্টি হতে পারে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুরে। 

Advertisement
  • 8/9

আগামিকাল আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা। সোমবার এবং মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

  • 9/9

উত্তরবঙ্গের তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না। আজ ও আগামিকাল দক্ষিণবঙ্গে গরম  একটু বেশি থাকবে। থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। সোমবার থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা খানিকটা কমবে। 

Advertisement