মধ্য বঙ্গোপসাগরে ঘনিয়ে উঠেছে নিম্নচাপ। আগামিকাল, রবিবার উত্তর-পশ্চিম ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আবহবিদরা বলছেন, নিম্নচাপটি ওড়িশা উপকূল সংলগ্ন এলাকায় সোমবারের পর থেকে শক্তি বাড়াতে পারে। তার পর সেটি উত্তর-পূর্ব দিকে এগোতে পারে। ওড়িশা ও বাংলা উপকূলের মাঝে এটি স্থলভাগে প্রবেশ করতে পারে।
নিম্নচাপের রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা। মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে লাল সতর্কতা।
এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রতি সদয় হয়নি বর্ষা। ঘাটতি রয়েছে বৃষ্টিতে। নিম্নচাপের দাক্ষিণ্যে সেই বৃষ্টিই হতে পারে।