scorecardresearch
 
কলকাতা

Bengal Depression Forecast: শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, বিকেল থেকে ভারী বৃষ্টি এই জেলাগুলিতে

Weather News
  • 1/10

টানা তিন দিন বৃষ্টির পর মাঝে বিরতি। শুক্রবার সকালে থেকে খটখটে দিন। শনিবারও বৃষ্টির নেই। তবে বৃষ্টিহীন শহর বেশিক্ষণ থাকছে না। কারণ   উত্তর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। 

Weather News
  • 2/10

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজই ঘনীভূত হতে পারে নিম্নচাপ। তার জেরে বিকেলের পর থেকে শুরু হবে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি।   

Weather News
  • 3/10

শনিবার বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে। পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে মাঝারি থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

Weather News
  • 4/10

শনিবার বিকেলে থেকে বৃষ্টিপাত শুরু হবে। আর নিম্নচাপের শক্তি বাড়ার সঙ্গে সঙ্গে তার পরিমাণও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সেই সঙ্গে কমবে তাপমাত্রা।

Weather News
  • 5/10

হাওয়া অফিস জানিয়েছে, রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে দমকা হাওয়া-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টিপাত হতে পারে বাঁকুড়া এবং পুরুলিয়াতেও। 

Weather News
  • 6/10

বিকেলে কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

Weather News
  • 7/10

বৃষ্টির সঙ্গে উপকূলবর্তী এলাকায় প্রতি ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। 
 

Weather News
  • 8/10

মৎস্যজীবীদের শনি থেকে সোম পর্যন্ত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। যাঁরা সমুদ্রে গিয়েছেন তাঁদের ফিরে আসার কথাও বলা হয়েছে।  

Weather News
  • 9/10

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও শনি ও রবিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা।

Weather News
  • 10/10

 দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বৃষ্টি হতে পারে সোমবার পর্যন্ত।