দক্ষিণবঙ্গের কয়েকটি বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। সেই সঙ্গে আগামী দু'দিন বাড়বে তাপমাত্রা। উত্তরবঙ্গের পাঁচ জেলায় হয়েছে ভারী থেকে অতিভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, রাজ্যে দক্ষিণ-পূর্ব বাতাস শক্তিশালী। ৪-৫ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
বৃহস্পতিবার আলিপুরদুয়ার, কোচবিহারে বেশি বৃষ্টি হয়েছে। খানিকটা জলপাইগুড়িতেও। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে ওই জেলাগুলিতে।
১৬ মে থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। তিন জেলার সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়াতেও বারিধারার পূর্বাভাস।
দিনের তাপমাত্রা একটু বাড়বে। আগামী দু'দিন তারমাত্রা বাড়বে। তার পরের ৩ দিন আর বাড়বে না। ১৬ তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্বাভাবিকভাবে তাপমাত্রা কমবে।
এবার বর্ষা তাড়াতাড়ি আসার পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। তা নিশ্চিত করল কলকাতার হাওয়া অফিস। তারা জানাল, আন্দামান সাগরে ১৫ মে ঢুকতে চলেছে মৌসুমী বায়ু। অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।