scorecardresearch
 
Advertisement
কলকাতা

West Bengal Rain : ভরদুপুরের কলকাতা যেন সন্ধে, আকাশ কালো করে বৃষ্টি; কোথায় কোথায় রাতভর টানা বর্ষণ ?

আবহাওয়ার খবর
 • 1/12

মঙ্গলবার দুপুরেই কলকাতায় যেন সন্ধে নেমে এল। রৌদ্র ছিল কিছুক্ষণ আগেই। তবে বেলা দুটো নাগাদ কলকাতায় আকাশে কালো মেঘের ঘনঘটা। দেখতে না দেখতেই শুরু ঝমঝমিয়ে বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস যদিও আগে থেকেই ছিল। 

আবহাওয়ার খবর
 • 2/12


আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল দুপুর ২ টোর পরই কলকাতায় বৃষ্টি নামতে পারে। সেই পূর্বাভাস সত্যি করে বৃষ্টি নামে। যদিও শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টি হয়। 

আবহাওয়ার খবর
 • 3/12

আবহাওয়া দফতরের পূর্বাভাস, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনা ও ঝাড়গ্রামেও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। জানা গেছে, ইতিমধ্যেই ওই জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়েছে। 

Advertisement
আবহাওয়ার খবর
 • 4/12


তবে এখানেই শেষ নয়, আজ রাত থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলা যেমন উত্তর ২৪ পরগনা , দক্ষিণ ২৪ পরগনা , পূর্ব মেদিনীপুর , হাওড়া‌, কলকাতা , হুগলি , পুরুলিয়া , ঝাড়গ্রাম , পশ্চিম মেদিনীপুর , বাঁকুড়া‌ , পশ্চিম বর্ধমান , পূর্ব বর্ধমান , বীরভূম , মুর্শিদাবাদ ও নদিয়ায় দফায় দফায় বৃষ্টি হতে পারে। 

আবহাওয়ার খবর
 • 5/12

এই বৃষ্টি চলতে পারে টানা রবিবার পর্যন্ত। তবে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি হলেও তার পরিমাণ কখনও কমতে আবার কখনও বাডড়তে পারে।

আবহাওয়ার খবর
 • 6/12

আবহায়া দফতরের তরফে জানানো হয়েছে, বুধবার ঘূর্ণাবর্তই শক্তি বাড়িয়ে মধ্য বঙ্গোপসাগরে বিস্তৃতি লাভ করতে পারে। 

আবহাওয়ার খবর
 • 7/12

সেক্ষেত্রে বুধবার থেকে রবিবার পর্যন্ত আবহাওয়ার মতিগতি বদলাবে দক্ষিণবঙ্গে। হতে পারে টানা বৃষ্টি। 

Advertisement
আবহাওয়ার খবর
 • 8/12

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত বাড়বে বৃহস্পতি এবং শনিবার। তার কারণ বর্ষা ফের সক্রিয় হয়েছে। 

আবহাওয়ার খবর
 • 9/12


আবার উত্তরবঙ্গে বুধবার থেকে বৃষ্টি কমবে। বাড়বে তাপমাত্রা। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা কম বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।

আবহাওয়ার খবর
 • 10/12

এমনিতেই দক্ষিণবঙ্গে এখন বর্ষার ঘাটতি। এই বৃষ্টির ফলে সেই ঘাটতি কমতে পারে। 

আবহাওয়ার খবর
 • 11/12

আবার উত্তরবঙ্গে সেই অর্থে ঘাটতি নেই। 

Advertisement
আবহাওয়ার খবর
 • 12/12

এখন দেখার দক্ষিণবঙ্গে এই বৃষ্টি কতদিন ধরে চলে। 

Advertisement