scorecardresearch
 
Advertisement
কলকাতা

West Bengal Weather 21 July : একুশের কলকাতায় মেঘলা আকাশ, হবে বৃষ্টিও; পূর্বাভাস

একুশের কলকাতায় মেঘলা আকাশ,  হবে বৃষ্টিও; পূর্বাভাস
  • 1/9

একুশে জুলাই। তৃণমূলের প্রকাশ্য সমাবেশে কলকাতায় লাখ লাখ কর্মী-সমর্থকের ভিড় হবে। কেমন থাকবে আবহাওয়া ? তার দিকে তাকিয়ে অনেকেই। 

একুশের কলকাতায় মেঘলা আকাশ,  হবে বৃষ্টিও; পূর্বাভাস
  • 2/9

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, একুশে জুলাই কলকাতায় দিনভর মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। 

একুশের কলকাতায় মেঘলা আকাশ,  হবে বৃষ্টিও; পূর্বাভাস
  • 3/9

সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলেও জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিক সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, কাল কলকাতার আকাশ মেঘলা থাকলে। হাল্কা ও  মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে। 

Advertisement
একুশের কলকাতায় মেঘলা আকাশ,  হবে বৃষ্টিও; পূর্বাভাস
  • 4/9

আলিপুর আবহাওয়া দফতরের তরফে আরও জানানো হয়েছে, আগামী ৫ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। 

একুশের কলকাতায় মেঘলা আকাশ,  হবে বৃষ্টিও; পূর্বাভাস
  • 5/9

দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার এই জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে আগামী ২ দিন।

একুশের কলকাতায় মেঘলা আকাশ,  হবে বৃষ্টিও; পূর্বাভাস
  • 6/9

দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। সামান্য বৃষ্টি বাড়বে। কারণ, নিম্নচাপ অক্ষরেখা একটু উপরের দিকে আছে।

একুশের কলকাতায় মেঘলা আকাশ,  হবে বৃষ্টিও; পূর্বাভাস
  • 7/9

তবে ভারী বৃষ্টি আগামী ৩ থেকে ৪ দিনে হবে না। তেমন কোনও সতর্কতাও নেই। তবে মেঘলা আকাশ থাকবে।

Advertisement
একুশের কলকাতায় মেঘলা আকাশ,  হবে বৃষ্টিও; পূর্বাভাস
  • 8/9

প্রসঙ্গত, এবার বৃষ্টির ঘাটতি রয়েছে বঙ্গে। তবে সেই ঘাটতি এখনই কমবে না। জানিয়েছে হাওয়া অফিস।

একুশের কলকাতায় মেঘলা আকাশ,  হবে বৃষ্টিও; পূর্বাভাস
  • 9/9

উত্তরবঙ্গের জন্য সুখবর। সেখানে গত কয়েকদিনে তাপমাত্রা বেড়েছিল। সেটা কমেছে। কমেছে অস্বস্তিও। তবে ২ থেকে ৩ দিন পর থেকে তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। 

Advertisement