নিম্নচাপ নিয়ে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর। আজও রাজ্যজুড়ে চলবে প্রাকৃতিক দুর্ঘোগ। দফায় দফায় হবে বৃষ্টি।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের দিকে নিম্নচাপ সরছে। তবে নিম্নচাপের প্রভাব এখনও থাকবে বঙ্গে।
যার জেরে হবে বৃষ্টি। বইবে ঝোড়ো হাওয়া। দিনভর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে। আজও সমুদ্র থাকবে উত্তাল।
সেজন্য সমুদ্রে মৎস্যজীবীদের যেতে বারণ করা হয়েছে। আবার দিঘা-সহ বাকি যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলো আছে সেখানকার মানুষদের সতর্ক করা হয়েছে।
তবে খুশির খবরও শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জানিয়েছে, নিম্নচাপের প্রভাব থাকলেও তা আজই কেটে যেতে পারে। বৃষ্টিও ধীর ধীরে কমবে।
তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কতক্ষণ পর্যন্ত বৃষ্টি চলবে তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
গতকালের মতো আজও সকাল থেরে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, কলকাতা, হুগলি-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হাওয়া-দমকা ঝোড়ো হাওয়া বইছে।
এছাড়াও পুরুলিয়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় দফায় দফায় বৃষ্টি হচ্ছে। তার পরিমানও কমবে। জানা যাচ্ছে বিভিন্ন জায়গায় চাষের জমি ডুবে গেছে।