scorecardresearch
 
Advertisement
কলকাতা

Weather West Bengal : রাজ্যে হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে?

রাজ্যে হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে?
  • 1/9

উত্তুরে হাওয়ার প্রভাব ক্রমশ বাড়ছে রাজ্যে। যার ফলাফলও বোঝা যাচ্ছে। মাঝ রাতের পর থেকে সকাল পর্যন্ত তাপমাত্রা কম থাকছে। গায়ে চড়ছে চাদর। 

রাজ্যে হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে?
  • 2/9


এরই মধ্যে শীতলতম অক্টোবর মাস দেখল রাজ্য। যা ভেঙে দিল গত ১০ বছরের রেকর্ড। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,গতকালের তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস।

রাজ্যে হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে?
  • 3/9

এর আগে ২০১২ সালে অক্টোবর মাসে সর্বনিম্ন কলকাতায় তাপমাত্রা হয়েছিল ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস। তারপর এদিনের এই তাপমাত্রা।

Advertisement
রাজ্যে হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে?
  • 4/9


আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এক ধাক্কায় ৪ ডিগ্রি কমেছে তাপমাত্রা। তার কারণ উত্তুরে হাওয়ার প্রবেশ। 

রাজ্যে হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে?
  • 5/9

হাওয়া অফিস এদিন জানিয়েছে, রাজ্যে আগামী কয়েকদিন তাপমাত্রা সর্বোচ্চ ও সর্বনিম্ন যথাক্রমে ৩১ ও ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে।

রাজ্যে হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে?
  • 6/9

আগামী ২৪ ঘণ্টা কলকাতার আকাশ থাকবে মেঘলা। আগামী ৫ দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক থাকবে। 

রাজ্যে হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে?
  • 7/9

রাজ্যের জেলাগুলোর তাপমাত্রাও শুষ্ক থাকবে। আবহাওয়া দফতরের আধিকারিক শুভেন্দু কর্মকার জানান, উত্তরের ঠান্ডা হওয়াটা ঢুতে শুরু করেছে। সেজন্য সকালের দিকে শীত শীত করছে। 

Advertisement
রাজ্যে হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে?
  • 8/9

যতদিন এই হাওয়া ঢুকবে ততদিন ঠান্ডা থাকবে। তবে আগামী পাঁচ দিন টেম্পারেচার বিশেষ কোনো পরিবর্তন নেই। বৃষ্টিরও কোন সম্ভাবনাও নেই। 

রাজ্যে হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে?
  • 9/9

তাহলে রাজ্যে কবে থেকে জাঁকিয়ে ঠান্ডা পড়বে? এর উত্তরে আবহাওয়া দফতরের ওই আধিকারিক জানান, এখনই সেটা বলা যাচ্ছে না। তবে ভোরের দিকে ঠান্ডা অনুভূত হ

Advertisement