
কালবৈশাখীর দেখা নেই কলকাতায়। নতুন সপ্তাহেও দক্ষিণবঙ্গে রোদ ও হাঁসফাঁস দশা চলবে বলে জানিয়ে দিল আবহাওয়া দফতর। বরং তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস।

দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে এখনও পর্যন্ত গরম থেকে রেহাই মেলার কোনও সঙ্কেত নেই। বরং গরম আরও বাড়বে।

দক্ষিণবঙ্গে ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়বে। সব জেলায় শুষ্ক আবহাওয়া ও গরম থাকবে। আগামী ২৯ এপ্রিল পর্যন্ত গরমের হাঁসফাঁস দশা থেকে মুক্তির কোনও সম্ভাবনা নেই।

আগামী ৩ দিন দিনের তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। তার পর ২ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কোনও বদল হবে না।

তবে পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে প্রচণ্ড গরম পড়বে। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি থাকবে তাপমাত্রা।

মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের ৭ জেলা- পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমানে তাপপ্রবাহ হতে পারে।

কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস। ২৯ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে।

আগামী ২৯ এপ্রিল পর্যন্ত আবহাওয়ার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। তার পর আবহাওয়ার সামান্য বদল হতে পারে। তবে এখনও বৃষ্টির পূর্বাভাস নেই।

দক্ষিণবঙ্গে যখন বৃষ্টি-খরা তখন উত্তরবঙ্গে গত এক মাস ধরেই বৃষ্টিপাত চলছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে হালকা বজ্রপাত-সহ বৃষ্টি চলবে ২৯ এপ্রিল পর্যন্ত।

তবে শুষ্ক আবহাওয়া থাকবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। উত্তরবঙ্গেও আগামী ৩ দিন তাপমাত্রা ২-৩ ডিগ্রি বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।