গোটা শ্রাবণে বৃষ্টির দেখা মেলেনি। দক্ষিণবঙ্গে ঘাটতি হয়েছে বর্ষণের। ভাদ্রে নিম্নচাপের জেরে সেই ঘাটতির খানিকটা পুষিয়েছে। রবিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের আকাশে মেঘ-রোদের লুকোচুরি।
গত দু'দিন ধরে নিম্নচাপের জেরে বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। নিম্নচাপ সরলেও বৃষ্টি কমবে না। সৌজন্যে একটি অক্ষরেখা।
আবহাওয়া দফতর জানিয়েছে,নিম্নচাপটি উত্তর-পশ্চিম ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশ দিকে অবস্থান করছে। এর মধ্যে একটি অক্ষরেখা দিঘা হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
কলকাতার ক্ষেত্রে আংশিক মেঘলা আকাশের সঙ্গে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
নিম্নচাপের বৃষ্টির ঘাটতি অনেকটাই কমেছে। দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি কমে দাঁড়িয়েছে ২৯ শতাংশ। কলকাতার ক্ষেত্রে তা ৩৯%। ৫ শতাংশ ঘাটতি উত্তরবঙ্গে।