scorecardresearch
 
Advertisement
কলকাতা

Bengal Winter Update: নামছে পারদ, জেলায় জেলায় ঠান্ডার আমেজ, পাকাপাকি শীত কবে?

West Bengal Weather
  • 1/8

কলকাতায় শীত শীত ভাব। তবে জেলায় জেলায় লেপ-কম্বল বের করে ফেলেছেন মানুষ। রাতের দিকে ঝাঁকিয়ে ঠান্ডা পড়ছে। কিন্তু পাকাপাকিভাবে শীত কবে পড়ছে? 

West Bengal Weather
  • 2/8

টান ধরছে হাত-পা। রাতের দিকে পাখা চালাতে লাগছে না। শীত জাঁকিয়ে না পড়লেও জেলায় জেলায় গরম পোশাক চাপছে গায়ে। আগামী কয়েক দিন এই তাপমাত্রা চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।   

West Bengal Weather
  • 3/8

শুক্রবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।

Advertisement
West Bengal Weather
  • 4/8

১০ বছরে অক্টোবর মাসের শীতলতম দিন ছিল গত শনিবার। তাপমাত্রা ছিল  ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম।

West Bengal Weather
  • 5/8

কলকাতার চেয়ে জেলায় শীত আরও বেশি করে মালুম হচ্ছে। পশ্চিমের জেলাগুলিতে জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। স্বাভাবিকভাবে জনমানসে কৌতূহল, পাকাপাকিভাবে শীত পড়ছে কবে? 
 

West Bengal Weather
  • 6/8

আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছিল, নভেম্বরের মাঝামাঝি দ্বিতীয় সপ্তাহ থেকে শীত পড়বে বঙ্গে। তবে তার আগেই তাপমাত্রা নীচে নেমে গিয়েছে। নভেম্বরের প্রথম সপ্তাহেই শীত এসে গিয়েছে জেলায় জেলায়। 

West Bengal Weather
  • 7/8

হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। একই থাকবে। পড়বে না কুয়াশা। 

Advertisement
West Bengal Weather
  • 8/8

ইতিমধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের আশঙ্কা রয়েছে। তবে সে কারণে এ রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আগামী কয়েকদিন শুষ্ক থাকবে আবহাওয়া। 

Advertisement