scorecardresearch
 
Advertisement
কলকাতা

Bangladesh Violence : বাংলাদেশে অশান্তি নিয়ে মোদী কেন নিষ্ক্রিয়? প্রশ্ন TMC-র

বাংলাদেশ নিয়ে মোদী কেন নিষ্ক্রিয়? প্রশ্ন TMC-র
  • 1/9

অশান্তি নিয়ে উত্তপ্ত বাংলাদেশ। আর তার আঁচ পড়ছে পশ্চিমবঙ্গেও। রাজনৈতিক আক্রমণ, প্রতি আক্রমণ শুরু হয়েছে। আসরে নেমেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। 

বাংলাদেশ নিয়ে মোদী কেন নিষ্ক্রিয়? প্রশ্ন TMC-র
  • 2/9

তাদের প্রশ্ন বাংলাদেশে এত হিংসা হচ্ছে। কই প্রধানমন্ত্রী মোদী তো কিছু বলছেন না। তিনি এত নিষ্ক্রিয় কেন? তিনি কোনও ব্যবস্থা নিচ্ছেন না কেন ? 
 

বাংলাদেশ নিয়ে মোদী কেন নিষ্ক্রিয়? প্রশ্ন TMC-র
  • 3/9

 তৃণমূলের মুখপাত্র 'জাগোবাংলা'-য় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ভোটের সময় নরেন্দ্র মোদী বাংলাদেশ গিয়েছিলেন। তাহলে এখন তিনি কেন চুপ?'

Advertisement
বাংলাদেশ নিয়ে মোদী কেন নিষ্ক্রিয়? প্রশ্ন TMC-র
  • 4/9

বাংলাদেশের হিংসাকে ব্যবহার করে এই রাজ্যের হিন্দুদের উস্কানি দেবেন প্রধানমন্ত্রী? সেই প্রশ্নও তোলা হয়েছে প্রতিবেদনে। দাবি তোলা হয়েছে, বাংলাদেশের ঘটনার তদন্তের। 

বাংলাদেশ নিয়ে মোদী কেন নিষ্ক্রিয়? প্রশ্ন TMC-র
  • 5/9

প্রতিবেদনে উল্লেখ, 'বাংলাদেশে যা হয়েছে তা পরিকল্পনামাফিক। হিন্দু ও মুসলমানদের মধ্যে সচরাচর এমন হয় না। কারা এই চক্রান্তের সঙ্গে জড়িত, তা বুঝতে অসুবিধে হয় না। তবে একথা ঠিক যে, সেখানে সংখ্যালঘুরা ভয়ের মধ্যে আছেন।' 

বাংলাদেশ নিয়ে মোদী কেন নিষ্ক্রিয়? প্রশ্ন TMC-র
  • 6/9

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনারও এই বিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করা দরকার বলে প্রতিবেদনে আওয়াজ তোলা হয়েছে। 
 

বাংলাদেশ নিয়ে মোদী কেন নিষ্ক্রিয়? প্রশ্ন TMC-র
  • 7/9

লেখা হয়েছে, 'একথা অনস্বীকার্য যে বাংলাদেশের প্রচুর মানুষ সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়েছেন। অনেক মুসলিম সংগঠন এই হামলার প্রকাশ্যে নিন্দা করেছেন। তা প্রশংসার দাবি রাখে।' 

Advertisement
বাংলাদেশ নিয়ে মোদী কেন নিষ্ক্রিয়? প্রশ্ন TMC-র
  • 8/9

প্রসঙ্গত, বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের ঘটনায় আগেই প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লিখেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।  
 

বাংলাদেশ নিয়ে মোদী কেন নিষ্ক্রিয়? প্রশ্ন TMC-র
  • 9/9

 

Advertisement