
শহরে হিমের পরশ। নভেম্বরেই শীতের আমেজ অনুভূত হচ্ছে কলকাতায়। এক ধাক্কায় ৩ ডিগ্রি পারদ পতন হয়েছে মহানগরে। যা আরও নামার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। সপ্তাহান্তে এবং আগামী সপ্তাহে আমূল পরিবর্তন হতে চলেছে আবহাওয়ায়। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে। তাপমাত্রাতেও বিরাট ফারাক চোখে পড়বে।

পূর্বাভাস আগেই ছিল। সেই মতো শুক্রবার রাতে কলকাতা শহরের পারদ নামল বেশ কিছুটা। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস। যা প্রায় সাড়ে তিন ডিগ্রি কমে শুক্রবার সকালে এসে দাঁড়ায় ২১.৬ ডিগ্রিতে। আগামী ৪৮ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা আরও কমবে।

কলকাতায় পতন হয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রারও। বৃহস্পতিবার দিনের গড় তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াসে। শুক্রবার সকালে সেই তাপমাত্রা কিছুটা কমে হয় ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস।

আগামী ৭২ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রায় বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। জেলা ভেদে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রার পতন হতে পারে। সোমবার রাতের মধ্যে কলকাতার তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামবে। বুধবারের মধ্যে তা নেমে ১৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে। বুধবার থেকে আগামী সপ্তাহ টানা কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রির আশপাশেই ঘোরাফেরা করবে।

৯ নভেম্বর, রবিবার কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মাঝে। আকাশ মূলত পরিষ্কারই থাকবে। এরপর ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকবে শহরে। সোম এভং মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রির আশপাশে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

পশ্চিমের জেলা গুলিতেও তাপমাত্রা বেশ কিছুটা কমেছে। গত চার দিনে পুরুলিয়া জেলায় তাপমাত্রা কমেছে প্রায় ৮ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের বাকি জেলাগুলিতেও আগামী সপ্তাহে তাপমাত্রা নামতে পারে ১৫ ডিগ্রির নীচে।

রাজ্যের উত্তর এবং দক্ষিণের সব জেলাতেই আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে দু’দিনের মধ্যে ৩ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। পরবর্তী ৩ দিন তাপমাত্রা অবপরিবর্তিতই থাকবে।

দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে। সকালের দিকে কুয়াশার দাপটে দৃশ্যমানতা কম থাকতে পারে। ৯৯৯ থেকে ২০০ মিটারের মধ্যে থাকবে দৃশ্যমানতা। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৩ দিনের মধ্যে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামবে।

চলতি শীতের মরশুম দীর্ঘমেয়াদি হওয়ার সম্ভাবনা রয়েছে। নভেম্বরের মাঝামাঝি সময়ে দেশের উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হতে পারে। এর প্রভাবে তাপমাত্রার পতনে বাধা আসবে। সেই বাধা কেটে গেলেই দেশ জুড়ে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে।