অবশেষে শীত প্রেমীদের জন্য সুখবর। কয়েকদিনের মধ্যেই রাজ্যে হু হু করে নামবে তাপমাত্রার পারদ। জানাল আবহাওয়া দফতর। বুধবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে পশ্চিমবঙ্গে বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। আকাশ থাকবে পরিষ্কার।
আগামী তিন দিনে কলকাতা বা তার পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রা ৩১ ডিগ্রির কাছাকাছি থাকবে। আর রাতের তাপমাত্রা ২১ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে।
তবে তারপর থেকে এক ধাক্কায় অনেকটা নামবে তাপমাত্রার পারদ। প্রায় ৪ ডিগ্রি কমতে পারে। আজ রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস। ফলে কদিন পর তা নেমে হতে পারে ১৬ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসে।
জেলায় জেলায় সেই তাপমাত্রা আরও কমতে পারে বলে মনে করা হচ্ছে। আবার উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ৫ দিন প্রধানত শুষ্ক ও পরিষ্কার ওয়েদার থাকবে। শুধু ১১ ও ১২ তারিখ পাহাড়ি এলাকায় বৃষ্টি হতে পারে।
তবে সেই বৃষ্টি হবে দু-এক জায়গায়। আর হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও ১২ তারিখের পর থেকে রাতের তাপমাত্রা ৩ থেকে ৪° কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।