জেলায় জেলায় নামছে তাপমাত্রা। কোনও কোনও জেলাতে তো আবার ২০ ডিগ্রির আশপাশেও ঘোরাফেরা করছে তাপমাত্রা। এমনিতেই প্রতিবার কালীপুজোর সময় থেকেই কার্যত ঠান্ডা ঠান্ডা ভাব এসে যায়।
এবছর কালীপুজো বেশ দেরিতে। তবে শীত শীত ভাব অনুভূত হচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে যত দিন যাবে ততই ঠান্ডা বাড়বে।
রাতের দিকেও বেশ শিরশিরানি ভাব অনুভূত হচ্ছে। বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এই শিরশিরানি ভাব বেশি বোঝা যাচ্ছে।
এবার কি জাঁকিয়ে ঠান্ডা পড়বে ? তারই কি ইঙ্গিত দিচ্ছে এই শিরশিরানি ভাব ? আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তুরে হাওয়া আসতে শুরু করেছে, সেটা অনুভূত হচ্ছে। রাজ্য থেকে বিদায় নিচ্ছে পূবালী হাওয়া।
গতবার অর্থাৎ ২০২২ সালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। যা ছিল রেকর্ড।
বিজ্ঞানীদের মতে, যত দিন যাচ্ছে ততই পরিবেশ দূষণের হার বাড়ছে। ফলে খামখেয়ালিপনা দেখা যাচ্ছে অবহাওয়ার।