West Bengal Weather Update: ডিসেম্বরের শুরুতেও নেই জাঁকিয়ে শীত, তাপমাত্রা আরও নামবে কবে? লেটেস্ট আপডেট

দেখতে দেখতে চলে এল ডিসেম্বর। এ বার বছর শেষের পালা। তবে জাঁকিয়ে শীত পড়ল কই! বরং বেলার দিকে বেশ গরমই লাগছে। গায়ে রাখা যাচ্ছে না শীত পোশাক। একটু পরিশ্রম করলে রীতিমতো ঘামতে হচ্ছে। আর এমন পরিস্থিতিতে আম বাঙালির মনে প্রশ্ন হল, ঠিক কবে থেকে আরও পারদ পতন শুরু হবে? জাঁকিয়ে ঠান্ডা উপভোগ করা সম্ভব হবে?

Advertisement
ডিসেম্বরের শুরুতেও নেই জাঁকিয়ে শীত, তাপমাত্রা আরও নামবে কবে? লেটেস্ট আপডেটকলকাতার আবহাওয়া
হাইলাইটস
  • দেখতে দেখতে চলে এল ডিসেম্বর
  • তবে জাঁকিয়ে শীত পড়ল কই
  • ঠিক কবে থেকে আরও পারদ পতন শুরু হবে?

দেখতে দেখতে চলে এল ডিসেম্বর। এ বার বছর শেষের পালা। তবে জাঁকিয়ে শীত পড়ল কই! বরং বেলার দিকে বেশ গরমই লাগছে। গায়ে রাখা যাচ্ছে না শীত পোশাক। একটু পরিশ্রম করলে রীতিমতো ঘামতে হচ্ছে। আর এমন পরিস্থিতিতে আম বাঙালির মনে প্রশ্ন হল, ঠিক কবে থেকে আরও পারদ পতন শুরু হবে? জাঁকিয়ে ঠান্ডা উপভোগ করা সম্ভব হবে?

যদিও আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ এবং কাল রাজ্যে তাপমাত্রায় বদল আসার তেমন একটা সম্ভবনা নেই। এই সময় মোটের উপর একই থাকবে আবহাওয়া। যদিও তারপর থেকে কমতে পারে তাপমাত্রার পারদ। সেটা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমার সম্ভবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। তখনই জাঁকিয়ে ঠান্ডা উপভোগ করা যাবে। গায়ে রাখা যাবে শীত পোশাক।

বাড়বে কুয়াশার দাপট

আজ অর্থাৎ সোমবার ভোর থেকেই রাজ্যে একাধিক জেলায় খেলা দেখাতে শুরু করে দিয়েছে কুয়াশা। চারিদিক ঢেকেছে কুয়াশার আস্তরণে। আর এমনটাই আগেভাগে আভাস দিয়ে রেখেছিল আবহাওয়া দফতর। তারা জানিয়েছে, আজ ভোরবেলায় রাজ্যের একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশার রয়েছে আশঙ্কা। পাশাপাশি কিছু ক্ষেত্রে দৃশ্যমানতা ২০০ মিটারের মধ্যে নেমে যেতে পারে বলেও আশাঙ্কা করা হয়েছে। কিন্তু তার জন্য আলাদা করে সতর্কতা জারি করার প্রয়োজন নেই বলেই জানান হয়েছে।

সাইক্লোনের কী আপডেট?

ও দিকে আবার সাইক্লোন দিতওয়া নিয়ে মানুষের মনে কৌতূহল রয়েছে। এটির দিকে নজর রেখেছে আবহাওয়া দফতরও। যদিও ভাল খবর হল, এটি আপাতত স্থলভাবে ঢুকবে না বলেই মনে করা হচ্ছে। স্থলভাগের পাশ দিয়ে সমুদ্রের উপর বয়ে যাবে। তারপর এটি গভীর নিম্মচাপে পরিণত হতে পারে। যার ফলে ঝড়, বৃষ্টির একটা আশঙ্কা থাকছে। সমুদ্রও থাকবে উত্তাল। 

রাজ্যে কি হতে পারে ঝড়, বৃষ্টি?

না, তেমনটা হওয়ার একবারেই আশঙ্কা নেই। এই রাজ্যে দিতওয়ার প্রভাব পড়বে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। ফলে ঝড়-বৃষ্টি নিয়ে ভয় পাওয়ার কোনও কারণ নেই। বরং বাংলার সব জেলাতেই সূর্য-রোদের দেখা মিলতে পারে।

Advertisement

তাপমাত্রা কত থাকতে পারে?

কলকাতার তাপমাত্রা আজও খুব নামার সম্ভাবনা নেই। এক্ষেত্রে তাপমাত্রা ২৭ ডিগ্রি থেকে ১৯ ডিগ্রির মধ্যেই থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তাই আজ যে খুব একটা শীতকাপড় পরার প্রয়োজন পড়বে না, এই কথা তো বলাই বাহুল্য!

POST A COMMENT
Advertisement