scorecardresearch
 

100 Days Money : ১০০ দিনের টাকা নিয়ে বড় ঘোষণা, কারা প্রাপ্য পাবেন; কীভাবে জানা যাবে?

১০০ দিনের টাকা দেওয়া হবে। আগেই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১ মার্চ সেই টাকা দেওয়া হবে। তবে তার আগেই এল বড় আপডেট।

Advertisement
100 days work 100 days work
হাইলাইটস
  • ১০০ দিনের টাকা দেওয়া হবে ১ মার্চ
  • তার আগেই বড় আপডেট

১০০ দিনের টাকা দেওয়া হবে। আগেই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১ মার্চ সেই টাকা দেওয়া হবে। তবে তার আগেই এল বড় আপডেট। ১০০ দিনের টাকা কারা পাবেন, তা নিয়ে নয়া সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে এই খবর মিলেছে। ১০০ দিনের টাকা নিয়ে একাধিকবার আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। সেক্ষেত্রে স্বচ্ছতা আনতেই নয়া সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। 

নবান্ন সূত্রে খবর, ১০০ দিনের টাকা প্রদানের জন্য SOP তৈরি করেছে রাজ্য। যারা টাকা পাবেন, সেই সব উপভোক্তাদের নামের তালিকা টাঙানো হবে স্থানীয় পঞ্চায়েত অফিসে। এই নিয়ে প্রচারও চালানো হবে জেলায় জেলায়। সাত দফা প্রচার কর্মসূচি রাখা হয়েছে। যে উপভোক্তাদের নাম থাকবে তাঁরাই টাকা পাবেন। 

নবান্ন সূত্রে খবর বিশেষ এসওপি-ও জারি করা হয়েছে। সেখানে উল্লেখ, প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় একশো দিনের কাজের মজুরি প্রাপকদের নাম প্রকাশ্যে টাঙিয়ে দিতে হবে। কোন উপভোক্তা কত টাকা পাবেন, কত টাকা তাঁর প্রাপ্য সব লেখা থাকবে সেই তালিকায়। সব ঠিক থাকলে ১ মার্চের আগেই টাঙানো হবে। 

আরও পড়ুন

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছেন, কেন্দ্র সরকার আর্থিক বঞ্চনা করছে। ১০০ দিনের কাজের ২১ লক্ষ বঞ্চিত শ্রমিকের টাকা দেবে রাজ্য সরকার। লোকসভা ভোটের আগে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। মমতা জানালেন, আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যেই শ্রমিকদের অ্যাকাউন্টে তাঁদের প্রাপ্য টাকা পাঠিয়ে দেবে রাজ্য সরকার। 

তবে বিধানসভায় গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী জানান, ১০০ দিনের কাজের টাকার প্রাপকের সংখ্যা কিছুটা বেড়েছে। ২১ লক্ষের বদলে ওই টাকা পাবেন সাড়ে ২৪ লক্ষ জন। তাঁদের সবাইকে টাকা দেওয়ার জন্য আরও অর্থের দরকার। সেজন্য রাজ্য সরকারের কিছুটা টাইম লাগবে। তাই ২১ ফেব্রুয়ারির বদলে ১ মার্চ থেকে টাকা দেওয়া শুরু হবে।

Advertisement

মুখ্যমন্ত্রী সেদিন আক্রমণ করেছিলেন কেন্দ্রকে। বলেছিলেন, 'আন্দোলন তো চলছে। কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারব। আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই। ২১ লক্ষ মজদুরকে, যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী ২১ ফেব্রুয়ারি, তাদের টাকা, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে।'

Advertisement