মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।-ফাইল ছবিকলকাতাবাসীর সামনে রাজ্য সরকারের গত ১৫ বছরের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরতে বড় উদ্যোগ নিল তৃণমূল। শহর জুড়ে ‘উন্নয়নের পাঁচালি’ শীর্ষক একটি পুস্তিকার ৫ লক্ষ কপি বিতরণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই পুস্তিকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকারের ১৫ বছরের সাফল্য বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
কলকাতা পুরসভার মোট ১৪৪ জন কাউন্সিলরের মধ্যে ১৩৬ জনই তৃণমূল কংগ্রেসের। সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি তৃণমূল কাউন্সিলরকে তাঁর নিজ নিজ ওয়ার্ডের ভোটারদের মধ্যে বিতরণের জন্য প্রায় ১,৫০০টি করে পুস্তিকা দেওয়া হবে। দলের এক প্রবীণ নেতা জানিয়েছেন, 'প্রায় ১ লক্ষ কপি ইতিমধ্যেই শহরে এসে পৌঁছেছে। খুব শিগগিরই সেগুলি কাউন্সিলরদের মধ্যে বিতরণ করা হবে।'
সরকারি প্রকল্পের খতিয়ান ‘উন্নয়নের পাঁচালি’-তে, ‘উন্নয়নের পাঁচালি’ পুস্তিকার পাশাপাশি রয়েছে একটি ৭.১৬ মিনিটের ইউটিউব ভিডিও। সেখানে রাজ্য সরকারের একাধিক জনপ্রিয় প্রকল্পের কথা তুলে ধরা হয়েছে। উল্লেখযোগ্য প্রকল্পগুলির মধ্যে রয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্য সাথী এবং চোখের আলো।
ভোটারদের পাশাপাশি প্রভাবশালীদের লক্ষ্য। দলীয় সূত্রে জানা গিয়েছে, কলকাতার প্রতিটি ওয়ার্ডে ভোটারের সংখ্যা ১৮ হাজার থেকে ৬০ হাজারের মধ্যে, যা ওয়ার্ডের আয়তনের ওপর নির্ভর করে। এক তরুণ তৃণমূল কাউন্সিলরের কথায়, 'একাধিক ভোটার থাকা পরিবারগুলির মধ্যে এই পুস্তিকা দেওয়া হবে। পাশাপাশি ওয়ার্ডের প্রভাবশালী ব্যক্তিদের কাছেও বই পৌঁছে দেওয়া হবে, যাঁদের মতামত ভোটদানে প্রভাব ফেলতে পারে।'