Sealdah Local Train Cancellation : আসছে 'দানা', শিয়ালদায় বাতিল ১৯০ লোকাল ট্রেন; কোন শাখায়?

বৃহস্পতিবার মাঝরাত থেকে শুক্রবার সকালের মধ্যে ল্যান্ডফল করবে সাইক্লোন 'দানা'। তা নিয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে। সতর্ক রেলও।

Advertisement
আসছে 'দানা', শিয়ালদায় বাতিল ১৯০ লোকাল ট্রেন; কোন শাখায়? Local Train (File Photo)
হাইলাইটস
  • আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'দানা'
  • সেজন্য শিয়ালদা থেকে বাতিল ১৯০ লোকাল ট্রেন

বৃহস্পতিবার মাঝরাত থেকে শুক্রবার সকালের মধ্যে ল্যান্ডফল করবে সাইক্লোন 'দানা'। তা নিয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে। সতর্ক রেলও। শিয়ালদা দক্ষিণ ও হাসনাবাদ শাখায় বৃহস্পতিবার রাত্রি ৮ টা থেকে শুক্রবার সকাল ১০ টা পর্যন্ত ১৯০ টা লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। ওই সময় ওই দুই শাখায় কোনও ট্রেন চলবে না। 

কোন কোন ট্রেন চলবে না তার তালিকাও দিয়েছে পূর্ব রেল। তাদের তরফে জানানো হয়,

  • শিয়ালদা-ক্যানিং সেকশনের আপ লাইনের ১৩ ও ডাউনের ১১ ট্রেন বাতিল করা হয়েছে। 
  • সোনারপুর-ক্যানিং সেকশনের আপ ও ডাউনের ৭ ট্রেন বাতিল করা হয়েছে। 
  • শিয়ালদা-লক্ষ্মীকান্তপুরে সেকশনের  আপ ও ডাউন লাইনের ২৫ ট্রেন বাতিল হয়েছে। 
  • শিয়ালদা-বজবজ সেকশনের ২৯ ট্রেন বাতিল করা হয়েছে। আপ ও ডাউন লাইনের ট্রেন আছে এর মধ্যে। 
  • শিয়ালদা-সোনারপুর সেকশনের আপ ও ডাউন লাইনেক ১১ ট্রেন বাতিল করা হয়েছে। 
  • সোনারপুর-বারুইপুর সেকশনের ২ ট্রেন বাতিল হয়েছে। 
  • শিয়ালদা-বারুইপুর সেকশনের আপ ও ডাউন লাইনের ১৬ ট্রেন বাতিল করা হয়েছে। 
  • শিয়ালদা-নৈহাটি সেকশনের ২ লোকাল বাতিল করা হয়েছে। 
  • লক্ষ্মীকান্তপুর-বারুইপুর সেকশনের ৩ ট্রেন বাতিল করা হয়েছে। 
  • শিয়ালদা-ডায়মন্ডহারবার সেকশনের ৩০ ট্রেন বাতিল করা হয়েছে। 
  • লক্ষ্মীকান্তপুর-নামখানা সেকশনের ১৯ লোকাল ট্রেন বাতিল হয়েছে। 

২৪ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার শেষ ট্রেন কখন? 

  • শিয়ালদহ – নামখানা : ১৮:৫৫
  • নামখানা – শিয়ালদহ : যাত্রা ১৭:৩৫ 
  • শিয়ালদা - লক্ষ্মীকান্তপুর : ১৯:৩৬ 
  • লক্ষ্মীকান্তপুর – শিয়ালদা : ১৮:৪০
  • শিয়ালদা - ডায়মন্ড হারবার : ১৯:৪৫ 
  • ডায়মন্ড হারবার - শিয়ালদা : ১৮:৩২
  • শিয়ালদা - ক্যানিং: ১৯:৩০ 
  • ক্যানিং - শিয়ালদহ : ১৮:৪৫ 
  • শিয়ালদহ - বারুইপুর : ২০:০০ 
  • বারুইপুর - শিয়ালদা : ২০:২৫ 
  • শিয়ালদহ- কোমাগাটা মারু বজবজ: বালিগঞ্জ থেকে ২০:০০ 
  • কোমাগাটা মারু বুজ বুজ – শিয়ালদহ : ২০:৫৩ 
  • শিয়ালদা - সোনারপুর : ১৮:৩০ 
  • সোনারপুর – শিয়ালদা : যাত্রা ১৮:০৪ 
  • শিয়ালদা – হাসনাবাদ : ১৯:৩০ 
  • হাসনাবাদ – শিয়ালদা : ১৮:৫৫ 

ঘূর্ণিঝড় 'দানা'-র তাণ্ডব থেকে যাত্রীদের সুরক্ষা ও সহায়তার জন্য পূর্ব রেল ব্যবস্থা গ্রহণ করেছে। যে কোনও জরুরি অবস্থায় যাত্রীদের পাশে দাঁড়াতে রেল কর্তৃপক্ষ বিশেষ হেল্পলাইন নম্বর চালু করেছে, যা যাত্রীদের নিরাপত্তা এবং ভ্রমণের সঠিক তথ্য দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। হাওড়া ও শিয়ালদা স্টেশনগুলির যাত্রীরা যেকোনও সমস্যার সম্মুখীন হলে বা রিয়েল-টাইম ট্রেনের তথ্য পেতে এই নম্বরগুলিতে যোগাযোগ করতে পারেন।

হাওড়া বিভাগের জন্য: হেল্প ডেস্ক: 033-26413660 প্রধান অনুসন্ধান: 033-26402241 / 033-26402242 ডিজাস্টার রুম: 033-26412323 শিয়ালদহ বিভাগের জন্য: হেল্প ডেস্ক: 033-23516967। 

POST A COMMENT
Advertisement