West Bengal weather Update: আজ থেকে বাড়বে তাপমাত্রা, ফের হাড় কাঁপানো শীত কবে? রইল আপডেট

অলিপুর আবহাওয়া অফিসের তরফে জানান হয়েছে আজ এবং আগামিকাল তাপমাত্রা কিছুটা বাড়বে। সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পাবে ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত। তারপর ৩ দিন অবশ্য একই থাকবে তাপমাত্রা। সেই সময় পারদের কোনও হেরফের হবে না।

Advertisement
আজ থেকে বাড়বে তাপমাত্রা, ফের হাড় কাঁপানো শীত কবে? রইল আপডেটপশ্চিমবঙ্গের আবহাওয়া
হাইলাইটস
  • অলিপুর আবহাওয়া অফিসের তরফে জানান হয়েছে আজ এবং আগামিকাল তাপমাত্রা কিছুটা বাড়বে
  • সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পাবে ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত
  • তারপর ৩ দিন অবশ্য একই থাকবে তাপমাত্রা

বছরের শুরুতেই হাড় কাঁপানো ঠান্ডা উপভোগ করেছে কলকাতা। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। আর সেটারেকর্ড। তাতেই মজে রয়েছেন সাধারণ মানুষ।

যদিও খারাপ খবর হল, এই কনকনে ঠান্ডার অনুভূতি আগামী কয়েক দিন থাকবে না। বাড়বে তাপমাত্রার পারদ। বিশেষত, সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পেতে চলেছে।

অলিপুর আবহাওয়া অফিসের তরফে জানান হয়েছে আজ এবং আগামিকাল তাপমাত্রা কিছুটা বাড়বে। সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পাবে ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত। তারপর ৩ দিন অবশ্য একই থাকবে তাপমাত্রা। সেই সময় পারদের কোনও হেরফের হবে না।

আবার কবে থেকে জাঁকিয়ে শীত?

হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, মোটামুটি এই সপ্তাহে আর খুব একটা শীতের আশা নেই। তবে আগামী মঙ্গলবার থেকে আবার জাঁকিয়ে শীত পড়তে পারে। কমে যেতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। তাই লেপ, কম্বল তুলে রাখার ভুলটা করবেন না।

কুয়াশায় ঢাকবে চারিদিক

আসলে শীত এবং কুয়াশা হল সমার্থক। আর সেই ধারা এখনও বর্তমান। এক্ষেত্রে আজ থেকে শুরু করে মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের চার জেলা কুয়াশায় ঢেকে যেতে পারে। 

এই কারণেই আগেভাগে সতর্ক করেছে হাওয়া অফিস। তাদের পক্ষ থেকে দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবি এবং সোমবারও এই সব জেলায় থাকবে ঘন কুয়াশা বলে জানা গিয়েছে।

আবার দক্ষিণবঙ্গেও থাকবে ঘন কুয়াশার দাপট। উত্তর ২৪ পরগনা থেকে শুরু করে দক্ষিণ ২৪ পরগনা, বর্ধমান, পুরুলিয়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, নদিয়া, বীরভূম সহ প্রায় গোটা দক্ষিণবঙ্গেই কুয়াশা খেলা দেখাবে। তাই এই সময় একটু সাবধানে যাতায়াত করুন।

উত্তরবঙ্গের আবহাওয়া কেমন?

দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ার আশঙ্কা রয়েছে। তবে তেমনটা হবে না উত্তরবঙ্গে। বরং এখানে কমতে পারে তাপমাত্রা। দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমে যেতে পারে। তবে তাপমাত্রা এতটা নেমে যাওয়ার পর আর কোনও পরিবর্তনের আশা নেই।

Advertisement

বরফ পড়বে কি উত্তরবঙ্গে?

হাওয়া অফিস জানাচ্ছে, আজ দার্জিলিঙে বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি পড়তে পারে বরফ। আগামিকালও দার্জিলিঙে বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে অল্প বৃষ্টি হতে পারে কালিম্পং, জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের একাধিক জেলায়। তবে সোমবার থেকে আবহাওয়া শুষ্ক হয়ে যাবে বলেই জানা গিয়েছে।

POST A COMMENT
Advertisement