scorecardresearch
 

21 July TMC Shahid Diwas: আজ ধর্মতলায় TMC-র শহিদ দিবস, লোকসভা ভোটের রণকৌশল নিয়ে বার্তা দিতে পারেন মমতা

আজ ধর্মতলায় শহিদ দিবসের সমাবেশ করবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ২০২৪-এর লোকসভা ভোটের আগে এটাই শেষ ২১ জুলাইয়ের কর্মসূচি। শহিদ দিবসের সমাবেশে প্রধান বক্তা তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement
শহিদ দিবস ২১ জুলাই শহিদ দিবস ২১ জুলাই
হাইলাইটস
  • ২০২৪-এর লোকসভা ভোটের আগে এটাই শেষ ২১ জুলাইয়ের কর্মসূচি
  • সমাবেশে প্রধান বক্তা তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আজ ধর্মতলায় শহিদ দিবসের সমাবেশ করবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ২০২৪-এর লোকসভা ভোটের আগে এটাই শেষ ২১ জুলাইয়ের কর্মসূচি। শহিদ দিবসের সমাবেশে প্রধান বক্তা তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটে দলের রণকৌশল কী হতে পারে সেই নিয়ে আজ বার্তা দিতে পারেন তৃণমূলের সুপ্রিমো। ২১ জুলাই বিজয়োৎসব পালনের কথা ছিল। কিন্তু এই দিনটিকে মমতা শ্রদ্ধা দিবস হিসেবে পালন করার কথা বলেছেন।

পঞ্চায়েত ভোটে সাফল্যের পর ২১ জুলাই নিয়ে তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। বিভিন্ন দূরের জেলা থেকে দলের কর্মীরা ইতিমধ্যেই কলকাতা পৌঁছে গিয়েছেন। তাঁরা থাকছেন দলের বিভিন্ন শিবিরে। বিধাননগরের সেন্ট্রাল পার্ক, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, দক্ষিণ কলকাতার গীতাঞ্জলী স্টেডিয়ামে রয়েছেন তৃণমূলের কর্মীরা। অন্যদিকে, ভোর হতেই কাছের জেলাগুলি থেকে রওনা দিয়েছেন আরও কর্মী সমর্থক। সবারই গন্তব্য ধর্মতলার ভিক্টোরয়া হাউস। সেখানে মমতা বন্দোপাধ্যায় ছাড়াও বক্তব্য রাখবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঞ্চে উপস্থিত থাকবেন বহু বিশিষ্ট ব্যক্তি। 

বৃহস্পতিবার বিকেলে ধর্মতলায় শহিদ দিবসের মঞ্চ তৈরির কাজ খতিয়ে দেখে যান। প্রায় এক ঘণ্টা তিনি সভাস্থলেই ছিলেন। দলীয় কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। মূল মঞ্চটি তিন ভাগে ভাগ করা। মঞ্চের প্রথম ভাগের উচ্চতা ১০ ফুট, দৈর্ঘ্য ৫২ ফুট এবং প্রস্থ ২৮ ফুট। মঞ্চের প্রথম ভাগে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের প্রথম সারির নেতা-নেত্রী ও আমন্ত্রিতরা।

আরও পড়ুন

Advertisement