লোকাল ট্রেনলোকাল ট্রেনের যাত্রীদের জন্য জরুরি খবর। হাওড়া ডিভিশনে উন্নয়নমূলক কাজের জন্য বাতিল করা হল ২৯টি লোকাল ট্রেন। শনি-রবিবার মিলে এই ট্রেনগুলি বাতিল করা হয়েছে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, উন্নয়নমূলক কিছু কাজের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে রেলের তরফে জানানো হয়েছে, হাওড়া ডিভিশনের তারকেশ্বর ব্রাঞ্চ শাখায় হারিপাল স্টেশনে ব্রিজ নং ৪৫ এবং শেওড়াফুলি ও দিওড়া স্টেশনের মাঝে ৩ নম্বর ব্রিজে গুরুত্বপূর্ণ ইঞ্জিনিয়ারিং কাজের জন্য ১৩ ডিসেম্বর, শনিবার রাত ১০টা ৫০ থেকে রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯ টা ৫০ পর্যন্ত লাইনে ট্রাফিক ব্লক থাকবে।
কোন কোন ট্রেন কবে কবে বাতিল থাকছে?
| দিন | ট্রেন | সময় |
| শনিবার | তারকেশ্বর-হাওড়া লোকাল | 21:38 |
| শনিবার | তারকেশ্বর-হাওড়া লোকাল | 23:00 |
| শনিবার | হাওড়া-তারকেশ্বর লোকাল | 22.05 |
| শনিবার | হাওড়া-তারকেশ্বর লোকাল | 23:05 |
| রবিবার | তারকেশ্বর-হাওড়া লোকাল | 03:50 |
| রবিবার | তারকেশ্বর-হাওড়া লোকাল | 04:50 |
| রবিবার | তারকেশ্বর-হাওড়া লোকাল | 05:35 |
| রবিবার | তারকেশ্বর-হাওড়া লোকাল | 06:20 |
| রবিবার | তারকেশ্বর-হাওড়া লোকাল | 07:05 |
| রবিবার | তারকেশ্বর-হাওড়া লোকাল | 07:40 |
| রবিবার | তারকেশ্বর-হাওড়া লোকাল | 07:55 |
| রবিবার | তারকেশ্বর-হাওড়া লোকাল | 08:50 |
| রবিবার | তারকেশ্বর-শেওড়াফুলি লোকাল | 04:05 |
| রবিবার | তারকেশ্বর-শেওড়াফুলি লোকাল | 07:25 |
| রবিবার | গোঘাট-হাওড়া লোকাল | 07:30 |
| রবিবার | আরামবাগ-হাওড়া লোকাল | 08:35 |
| রবিবার | হরিপাল-হাওড়া লোকাল | 08:28 |
| রবিবার | হাওড়া-গোঘাট লোকাল | 04:22 |
| রবিবার | হাওড়া-তারকেশ্বর লোকাল | 04:05 |
| রবিবার | হাওড়া-তারকেশ্বর লোকাল | 05:55 |
| রবিবার | হাওড়া-তারকেশ্বর লোকাল | 06:32 |
| রবিবার | হাওড়া-তারকেশ্বর লোকাল | 08:25 |
| রবিবার | হাওড়া-তারকেশ্বর লোকাল | 09:05 |
| রবিবার | হাওড়া-তারকেশ্বর লোকাল | 05:35 |
| রবিবার | হাওড়া-তারকেশ্বর লোকাল | 06:45 |
| রবিবার | হাওড়া-আরামবাগ লোকাল | 05:19 |
| রবিবার | শেওড়াফুলি-তারকেশ্বর লোকাল | 05:15 |
| রবিবার | শেওড়াফুলি-তারকেশ্বর লোকাল | 08:33 |
| রবিবার | হাওড়া-হরিপাল লোকাল | 07:00 |
এছাড়াও, একটি ট্রেনের যাত্রাও সংক্ষিপ্ত করা হয়েছে। 37373 হাওড়া-গোঘাট লোকাল ট্রেনটি ১৪ ডিসেম্বর তারকেশ্বর থেকে সকাল ৯টা ১০-এ যাত্রা শুরু করে গোঘাট পর্যন্ত যাবে। অন্যদিকে, ৩৭৩২৪ তারকেশ্বর-হাওড়া লোকাল ১৪ ডিসেম্বর সকাল ৯টা ৩২-এর বদলে সকাল ৯টা ৪২-এ ছাড়বে।